সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৬ মার্চ, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

জিম্মি জাহাজ আবারও সরিয়ে নিয়েছে দস্যুরা

‘গোল্ডেন হক’ নামের জাহাজটি বাংলাদেশের কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পর এর নাম হয় ‘এমভি আবদুল্লাহ’। ২৩ নাবিক, ক্রুসহ জাহাজটি জিম্মি করেছে সোমালিয়ার জলদস্যুরা
ছবি: সংগৃহীত

সোমালিয়ার উপকূলে নেওয়ার এক দিনের মাথায় ২৩ নাবিকসহ জিম্মি বাংলাদেশি জাহাজটিকে কাছাকাছি আরেক এলাকায় সরিয়ে নিয়েছে দস্যুরা। শুক্রবার বেলা তিনটায় এ বিষয়ে নিশ্চিত হয়েছে মালিকপক্ষ।
বিস্তারিত পড়ুন...

নতুন চাকরিজীবীরা পেনশন পাবেন না, যাবেন সর্বজনীন পেনশনে

অর্থ মন্ত্রণালয়

চলতি বছরের ১ জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যাঁরা নতুন যোগ দেবেন, তাঁরা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন সুবিধা পাবেন না। তার বদলে নতুনদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
বিস্তারিত পড়ুন...

ইউএনওর অশ্লীল ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি, দেহরক্ষী গ্রেপ্তার

নড়াইল জেলার মানচিত্র

নড়াইলের একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। চাঁদাবাজ চক্রের ফাঁদে পড়ে ইউএনওর স্ত্রী একটি ব্যাংকের মাধ্যমে কয়েক দফায় ১০ লাখ টাকা দেন। এরপর আরও টাকা চাওয়ায় থানায় মামলা করেছেন ওই ইউএনওর স্ত্রী।
বিস্তারিত পড়ুন...

রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত যে কারণে সঠিক

সাম্প্রতিক বছরগুলোতে রমজান এলেই স্কুল খোলা থাকবে কি না, এমন একটা আলোচনার সূত্রপাত হয়।

বেশ দুঃখ হলো এটা দেখে যে অনেকেই স্কুল বন্ধ রাখার পক্ষে মতামত দিয়েছেন। তাঁদের একমাত্র যুক্তি, রমজানে শিশুদের স্কুলে নিতে ও আনতে শিশু ও অভিভাবক—উভয়েরই কষ্ট। তার চেয়ে বরং বাচ্চারা ঘরে আরামে থাকুক। তাঁদের আরেকটা কথা, রমজানে স্কুল খোলা থাকলে শহরে যানজট বাড়বে। স্কুল বন্ধ থাকলে রাস্তাঘাট ফুরফুরা থাকবে।
বিস্তারিত পড়ুন ...

বাংলাদেশের সামনে যে সম্ভাবনা ও চ্যালেঞ্জ

পিটার হাস

আমার দেশের ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন একবার বলেছিলেন, ‘ভবিষ্যতের সবচেয়ে ভালো ব্যাপার হলো, এটা এক দিন এক দিন করে আসে।’ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তৃতীয় বছর শুরুর সময়ে এ কথাকে আমার সত্যি বলে মনে হয়।
বিস্তারিত পড়ুন...