ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে নয়জনের মৃত্যুর খবর জানাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। এ বছর ডেঙ্গুতে মৃত্যু বেশি কক্সবাজারে। জেলাটিতে ছয়জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে।
ডেঙ্গুতে মারা যাওয়া নয়জনের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে এ মাসেই। জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাও বেশি। এ মাসে ১ হাজার ৪৯১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৮৯ জন।
শনিবার গণমাধ্যমে পাঠানো কন্ট্রোল রুমের তথ্যে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছে কক্সবাজারে। ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এ জেলাতেই। সেখানে এ পর্যন্ত ১৮৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি গেছে ১৩২ জন। হাসপাতালে ভর্তি আছে ৪৭ জন।
কন্ট্রোল রুমের তথ্য বলছে, দেশে শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত দেশে ৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ৭২ জন। বাকি ১৩ জন ভর্তি হয় দেশের বিভিন্ন জেলায়।