অর্গানিক নিউট্রিশন লিমিটেডের সিওও নিযুক্ত হলেন মাহবুবুর রহমান
অর্গানিক নিউট্রিশন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) নিযুক্ত হয়েছেন মো. মাহবুবুর রহমান। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের একমাত্র ফাংশনাল ফুড উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্গানিক নিউট্রিশন লিমিটেডের (ওএনএল) প্রধান পরিচালন কর্মকর্তা নিযুক্ত হয়েছেন মো. মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান ২০১৯ সাল থেকে ওএনএলতে কাজ করছেন। সিওও নিযুক্ত হওয়ার আগে তিনি এই প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা ওএনএলের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে।
নতুন পদে নিযুক্ত হওয়ার অনুভূতি জানিয়ে মাহবুব বলেন, ‘অর্গানিক নিউট্রিশন লিমিটেডের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সিওও হিসেবে নিযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ও সাফল্যের জন্য আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।’
অর্গানিক নিউট্রিশন লিমিটেড স্বাস্থ্যসহায়ক ফাংশনাল ফুড এবং বিভিন্ন অর্গানিক খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। মাহবুবের নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, ফাংশনাল ফুড বলতে এমন খাবার বোঝায়, যা দৈনন্দিন পুষ্টিচাহিদার বাইরে বিভিন্ন স্বাস্থ্যসমস্যা মোকাবিলা ও স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা রাখে।