জামালপুরে হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র

সৌরবিদ্যুৎফাইল ছবি

জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মিত হবে। এটি যৌথভাবে নির্মাণ করবে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বি-আর পাওয়ারজেন ও চীনের কোম্পানি সিআরইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (সিআইআরই)।
আগামী বছরের ডিসেম্বরে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর কথা রয়েছে। আজ বৃহস্পতিবার এ দুই কোম্পানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বি-আর পাওয়ারজেনের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ধূর্জটী প্রসাদ সেন ও আইআরইসির পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ঝিউসেন ওয়াং চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. হাবিবুর রহমান বলেছেন, বাংলাদেশ হাজারো বাধাবিপত্তি সত্ত্বেও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কাজ করছে। ৪০ শতাংশ বিদ্যুৎ সবুজ জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সিআইআরই, চায়না এবং বি-আর পাওয়ারজেন লিমিটেডের মধ্যকার জয়েন্ট ভেঞ্চার কোম্পানির শেয়ার সিআইআরইয়ের ৭০ শতাংশ ও বি-আর পাওয়ারজেনের ৩০ শতাংশ। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে বাণিজ্যিকভাবে উৎপাদনে আসবে কোম্পানিটি। প্রকল্পে পুনর্বাসন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ, মার্কেট, পুকুর, কবরস্থান ছাড়াও মোট ২৪১টি পরিবারকে পুনর্বাসন করার পরিকল্পনা রয়েছে এ প্রকল্পে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি মার্কিন ডলার।