চট্টগ্রামে বাসা থেকে এক যুবককে ধরে নেয় একদল ব্যক্তি, আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ

একদল ব্যক্তি এই যুবককে বাসা থেকে তুলে নেওয়ার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে চট্টগ্রাম নগরে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে এক যুবককে বাসা থেকে কিছু ব্যক্তি তুলে নেওয়ার পর তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম প্রান্ত তালুকদার। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে নগরের খুলশী থানার লালখান বাজার এলাকা থেকে প্রান্ত তালুকদারকে উদ্ধার করা হয় বলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ খবর পায় লালখান বাজার আমিন সেন্টারের পার্কিংয়ে কিছু লোক এক যুবককে ঘিরে রয়েছে। পরে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মারধর করার কারণে আহত হয়েছেন যুবকটি।

কেন যুবককে মারধর করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, বিস্তারিত জানা যায়নি। শোনা যাচ্ছে, ফেসবুকে কটূক্তির কারণে। তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, একদল ব্যক্তি রাতে প্রান্ত তালুকদার নামের ওই যুবককে নগরের পতেঙ্গা কাঠগড় এলাকার বাসা থেকে ধরে নিয়ে আসে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর নগর পুলিশ ওই যুবককে উদ্ধার অভিযানে নামে বলে প্রথম আলোকে জানান পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম।