‘সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত হোটেলিয়ার’ সম্মাননা পেলেন শাখাওয়াত হোসেন

মো. শাখাওয়াত হোসেনকে ‘বাংলাদেশের সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত হোটেলিয়ার ২০২৪’ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)ছবি: সংগৃহীত

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ২০২৪ সালে চারটি গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করায় মো. শাখাওয়াত হোসেনকে ‘বাংলাদেশের সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত হোটেলিয়ার ২০২৪’ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)। সম্প্রতি বিহার প্রেসিডেন্ট হাকিম আলী আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।

মো. শাখাওয়াত হোসেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। পাশাপাশি দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা প্রিমিয়াম রেসিডেন্স দেখভালের দায়িত্বও পালন করছেন।

অনুষ্ঠানে বিহার প্রেসিডেন্ট হাকিম আলী বলেন, ‘শাখাওয়াত হোসেন বাংলাদেশের একমাত্র হোটেলিয়ার, যিনি একাধারে শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবী। তাঁর অসাধারণ নেতৃত্ব এবং অবদান কেবল বাংলাদেশে নতুন মানদণ্ড স্থাপন করেনি, বরং আন্তর্জাতিক স্বীকৃতিও এনে দিয়েছে। আমরা তাঁকে এ সম্মাননা দিতে পেরে অত্যন্ত গর্বিত এবং আশা করি, তিনি বৈশ্বিক পর্যায়ে আরও অবদান রাখবেন।’

উল্লেখ্য, এই অসাধারণ কৃতিত্বের ওপর ভিত্তি করে শাখাওয়াত হোসেনকে ওয়ার্ল্ড শেফস রন্ধনসম্পর্কীয় কাপ কোরিয়া ২০২৪ প্রতিযোগিতার অফিসিয়াল বিচারক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই স্বীকৃতি রন্ধনশিল্পে তাঁর ব্যাপক জ্ঞান ও প্রভাবের পাশাপাশি তাঁর প্রতিনিধিত্ব ও সম্মানের প্রতি প্রতিশ্রুতি দেশীয় ও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হয়েছে।