বঙ্গোপসাগরে সাতটি মাছ ধরার ট্রলারডুবি, ৩০ জেলে নিখোঁজ

ট্রলারডুবিপ্রতীকী ছবি

বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাতটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারগুলো থেকে ৩০ জন  জেলেকে জীবিত উদ্ধার করা হয়। আরও কমপক্ষে ৩০ জন জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের কয়েকটি এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

জেলেরা জানান, গত কয়েক দিনে মাছ ধরার জন্য উপজেলার বিভিন্ন ঘাট থেকে গভীর সাগরে যায় অনেকগুলো মাছ ধরার ট্রলার। বৈরী আবহাওয়ার কারণে আজ সকাল থেকে বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করে ট্রলারগুলো। সন্ধ্যায় ঘাটে ফেরার সময় ঝোড়ো হাওয়া ও ঢেউয়ের তোড়ে সাতটি ট্রলার ডুবে গেছে।

ডুবে যাওয়া ট্রলারগুলোর মালিকেরা হলেন বাবর মাঝি, জান মিয়া, দেলোয়ার মাঝি, হেলাল উদ্দিন, শহীদ মাঝি, মেহরাজ মাঝি ও ইউনুছ মাঝি। এ সময় পার্শ্ববর্তী ট্রলারগুলোর সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলার থেকে প্রায় ৩০ জন জেলেকে উদ্ধার করা হয়। ডুবে যাওয়ার সব ট্রলারের কমপক্ষে ৩০ জন জেলে এখনো নিখোঁজ।

জানতে চাইলে কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যার আগে সূর্যমুখী এলাকায় একটি ট্রলার ডুবে যাওয়ার খবর মাঝিরা জানিয়েছেন। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হলেও পরে মাঝিরা জানান ওই ট্রলার থেকে ১৮ জেলেকে অন্য ট্রলারের মাধ্যমে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেছে। বাকি ট্রলারগুলোর বিষয়ে খবর নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা বলেন, বিভিন্ন ঘাট থেকে সাতটি ট্রলারডুবির খবর পাওয়া গেছে। ডুবে যাওয়া ট্রলারগুলোর কমপক্ষে ৩০ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে ফিরে আসা জেলেরা জানান। নিখোঁজ জেলেদের বিস্তারিত আগামীকাল সকাল নাগাদ জানা যাবে। ইতিমধ্যে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।