ঢাকায় ফেরদৌসের নির্বাচনী প্রচারণার সময় সমর্থকদের হাতাহাতি, আহত ১২
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণার সময় সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রাজধানীর সেন্ট্রাল রোডে এ সংঘর্ষের ঘটনায় আহত ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সি প্রথম আলোকে বলেন, আজ শনিবার দুপুরে নির্বাচনী প্রচারণার জন্য সেন্ট্রাল রোডে যান আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এ সময় সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে কয়েকজনের তথ্য সংগ্রহ করেছেন।
সেন্ট্রাল রোডে ১৮ নম্বর ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি সাহেদ আলী প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় তাঁর (ফেরদৌস) পাশে কারা থাকবে, তা নিয়ে কথা–কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এতে দুজনের হাত ভেঙে গেছে। তাঁরা এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
সমর্থকদের মধ্যে হাতাহাতির বিষয়ে জানতে ফেরদৌস আহমেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
প্রথম আলোর ঢাকা মেডিকেল প্রতিনিধি জানিয়েছেন, সেন্ট্রাল রোডে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হলেন সোহেল খান (২৮), আবদুল জলিল (৩৮), রফিকুল ইসলাম (৩৮), উজ্জ্বল হোসেন (৩৫), মো. জনি (২৫), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (২৫), তুষার (২৭), ইব্রাহিম (২৫), মাহি (২৪), সোহেল (২৫) ও মোশাররফ (৩০)।
নিউমার্কেট থানার পরিদর্শক হাওলাদার অর্পিত ঠাকুর প্রথম আলোকে বলেন, সেন্ট্রাল রোডে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী ফেরদৌস আহমেদ। সেখানে সংঘর্ষের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, যে ঘটনা ঘটেছে, সেটি নিজেদের মধ্যে। বিষয়টি মীমাংসাও হয়েছে।