জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস ২০২৪ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন চলছে
‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস ২০২৪’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন চলছে। দেশের ভৌতকাঠামো বিনির্মাণে আরও বেশি সচেতন ও পেশাদারি মনোভাব গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে জিপিএইচ ইস্পাত ও প্রথম আলো যৌথভাবে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
আজ সোমবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৯টি বিশ্ববিদ্যালয়ের ১২টি দল অংশগ্রহণ করেছে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রাজধানীর গ্রিন রোডের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে এই প্রতিযোগিতা চলে।
এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিকেল চারটায় শুরু হয় ‘চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ছাত্র–জনতার অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্টসের প্রধান সমন্বয়কারী মুনির হাসান। এরপর জিপিএইচ ইস্পাতের প্রযুক্তির ওপর একটি ভিডিও পরিবেশন করা হয়।
২০২৪ সালের ৩০ জানুয়ারি এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। এতে অংশ নিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ১৮৮টি দল নিবন্ধন করে। প্রতিযোগিতার কয়েক ধাপ অতিক্রম করে ১২টি দল চূড়ান্ত পর্বে পৌঁছায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং সদ্য স্নাতকেরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
আজ চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় ১২টি দল প্রেজেন্টেশন ও প্রতিবেদন উপস্থাপন করে। এর মধ্যে সেরা তিনটি দলকে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ ঘোষণা করবেন বিচারকেরা।
চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলো হলো ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) দ্য সেন্ট্রয়েড, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাস্ট সিভিলিয়ানস, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইমারত বিল্ডার্স, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ব্রিজ বিল্ডার্স, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইকিউলিব্রিয়াম ইঞ্জিনিয়ার্স এবং অ্যাডিফিস পিলার্স, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্টিল অ্যান্ড স্টোনস এবং ফিউশন ট্রিনিটি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) থ্রি নট থ্রি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) স্ট্যাবল স্ট্রাকচার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ক্যাটালিস্ট এবং রুয়েট জেনেসিস।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অবকাঠামো প্রকৌশল বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক এম শামিম জেড বসুনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। আরও উপস্থিত আছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ইন জিনিয়াস প্রতিযোগিতার প্রধান বিচারক খান মাহমুদ আমানত, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নেহরীন মাজেদ। আয়োজনের একাডেমিক পার্টনার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। কার্যক্রমটি সমন্বয় করছে এই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ।