সারকোমায় আক্রান্ত আশিকের অস্ত্রোপচারে সহায়তা প্রয়োজন

আশিকুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী আশিকুর রহমান লাইপোসারকোমায় আক্রান্ত।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের বাসিন্দা আশিকের হাতসহ শরীরের বিভিন্ন অংশে চাকা চাকা আকারে ২৩০টি লাইপোমা আছে। এর মধ্যে ৭৪টা গত নভেম্বরে দিল্লির একটি হাসপাতালে অপসারণ করা হয়েছে। এখন আরও কিছু অস্ত্রোপচার করতে হবে। আশিকের চিকিৎসায় এ পর্যন্ত ১৬ লাখ টাকার বেশি ব্যয় হয়ে গেছে। পরিবারের সঞ্চয়, সহপাঠীদের সহযোগিতা ও ঋণ থেকে এত দিন আশিকের চিকিৎসা চলেছে। এখন তাঁর চিকিৎসায় আরও কয়েক লাখ টাকার প্রয়োজন, যা আশিক ও তাঁর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।

২০২৪ সালের নভেম্বরে ভারতে অস্ত্রোপচারের পর আশিকুর রহমান
ছবি: আশিকুরের কাছ থেকে নেওয়া

আশিক জানিয়েছেন, নভেম্বরের স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শরীরে ক্যানসারের জীবাণু পাওয়া যায়নি। তবে সম্প্রতি তাঁর হাত ও পেটে থাকা লাইপোমার স্থানগুলোয় যন্ত্রণা বেড়ে গেছে। ক্যানসারের ঝুঁকি এড়াতে এবং যন্ত্রণা থেকে মুক্তি পেতে সবার কাছে চিকিৎসা সহায়তা চেয়েছেন তিনি।

আশিকুরের হাতে থাকা কিছু লাইপোমা
ছবি: আশিকুরের কাছ থেকে নেওয়া

আশিককে সাহায্য পাঠানোর ঠিকানা—স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হিসাবের নাম: আশিকুর রহমান, হিসাব নম্বর: ১৮১৪২২৫৬৯০১, গুলশান শাখা, রাউটিং নম্বর: ২১৫২৬১৭২৬। ডাচ্‌–বাংলা ব্যাংক, হিসাবের নাম: আশিকুর রহমান, হিসাব নম্বর ১৩৭১০৫০০২২৮০০, সাভার শাখা, রাউটিং

নম্বর: ০৯০২৬৪১২২। সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নম্বরেও ০১৫৩৮০৮১১১৮ (বিকাশ), ০১৭৮৮৩৪৮৮৬৬ (নগদ)।