সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ফ্ল্যাট ও জমি জব্দের আদেশ
সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, ফৌজিয়া ইসলামের নামে বান্দরবানের ৫৪টি দলিলে কেনা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে তাঁর ১২টি ব্যাংক হিসাব এবং ১৪টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুদক আদালতকে জানিয়েছে, ৬ কোটি ৯০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে। তাঁর ১১টি ব্যাংক হিসাবে জমা হয় ১৩ কোটি ৯৩ লাখ টাকা।
এর আগে ১৩ এপ্রিল তাজুল ইসলামের সম্পদ জব্দের আদেশ দেন আদালত। দুদকের তথ্য অনুযায়ী, কুমিল্লায় তাজুল ইসলামের ৬২টি দলিলের মাধ্যমে কেনা সম্পদ ও ৩টি গাড়ি জব্দের আদেশ দেন আদালত। এ ছাড়া আদালত তাঁর ৩৪টি ব্যাংক হিসাব ও ১৮টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে আদালতকে সেদিন বলা হয়েছে, তাজুল ইসলাম পাবলিক সার্ভেন্ট হয়ে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। ৭ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তাঁর ৩৫টি ব্যাংক হিসাবে ৭৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা জমা হয়। উত্তোলন করা হয়েছে ৬৬ কোটি ১২ লাখ ৫৭ হাজার টাকা।