ইন্টার কন্টিনেন্টাল হোটেলের পাশে বাসের ধাক্কায় দুই মিসরীয় নারী আহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের পাশের সড়কে বাসের ধাক্কায় দুজন মিসরীয় নারী আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে দুজন মিসরীয় নারী ইন্টার কন্টিনেন্টালের পাশের সড়ক পার হওয়ার সময় শিকড় পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন। আঘাত গুরুতর না হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
রাত ১২টার দিকে রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুজন বিদেশি নাগরিক হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে হাঁটতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে  জানতে পেরেছেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তবে বিস্তারিত তথ্য এখনো পাননি।