সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল ও শুভ নববর্ষ। আজ ১৪ এপ্রিল, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বাংলাদেশি পাসপোর্টে ‘ ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত

বাংলাদেশের পাসপোর্ট
ফাইল ছবি

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। বিস্তারিত পড়ুন...

ডিবিপ্রধানের পদ থেকে রেজাউলকে সরিয়ে দেওয়া হলো

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে ক্ষোভ, ব্যাখ্যা চান চারুকলার শিক্ষার্থীরা

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন এবং এই শোভাযাত্রা আয়োজন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে আজ রোববার সংবাদ সম্মেলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক ও বর্তমান একদল শিক্ষার্থী
ছবি: প্রথম আলো

নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বর্তমান ও প্রাক্তন একদল শিক্ষার্থী। আয়োজক কমিটিকে নাম পরিবর্তনের যথার্থ কারণ ব্যাখ্যার আহ্বান জানিয়েছেন তাঁরা। বিস্তারিত পড়ুন...

শান্তিনিকেতনে চীন-ভারত সম্মেলনের তাৎপর্য কী

শান্তিনিকেতনে চীনা ভবনের প্রধান অধ্যাপক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও স্বীকার করলেন সে কথা। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের চীন সফরের ১০০ বছর (১৯২৪-২০২৫) উপলক্ষে গত বছর যখন অনুষ্ঠান শুরু করি, তখন চীনের স্কলারদের আনতে পারিনি। এরপর দুজন পণ্ডিত এলেন গত সেপ্টেম্বরে, তারপর অক্টোবরে সাতজন। এখন ১১ জন। ফলে নিশ্চিতভাবেই যোগাযোগ বাড়ছে।’ বিস্তারিত পড়ুন...

হুমকিতে নাটকের প্রদর্শনী বাতিল, বিকেলে নাট্যকর্মীদের কর্মসূচি

ছবি: প্রাঙ্গণেমোরের সৌজন্যে

চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে টানা দুই দিন নাট্যদল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনী হওয়ার কথা ছিল। সব প্রস্তুতি সম্পন্ন করে নাট্যকর্মীরা অপেক্ষায় ছিলেন মঞ্চে ওঠার। কিন্তু ‘তৌহিদি জনতার’ হুমকির চিঠি পেয়ে নাট্যদল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনী বাতিল করা হয়েছে। প্রদর্শনী বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে মহিলা সমিতি মিলনায়তন কর্তৃপক্ষ। বিস্তারিত পড়ুন...