আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন আইইউবিএটির উপাচার্য আবদুর রব। পুনর্মিলনীর অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন শিক্ষার্থীদের সফলতার গল্প, বিগত বছরের উন্নয়নের আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক সন্ধ্যা।
বিকেলে বিশেষ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির সহ-উপাচার্য মাহমুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইউবিএটির কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডিন মনিরুল ইসলাম এবং প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই অফিসের পরিচালক এ কে এম শরফুদ্দীন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে বক্তব্য দেন বিদায়ী সভাপতি তানভীর রায়হান।
অনুষ্ঠানে আইইউবিএটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সালের জন্য ৭৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফ মো. শাহেদ ইকবাল। উপদেষ্টা হিসেবে থাকবেন এ কে এম পারভেজ ইকবালসহ আরও অনেকে। কমিটির সভাপতি ফরহাদ মাহমুদ ও সাধারণ সম্পাদক জোয়ারদার ফাহাদ বিন সহিদ।