ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সংগীতশিল্পী মিলা ও তাঁর সাবেক স্বামী এস এম পারভেজ সানজারি। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে ২০১৯ সালের ২১ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে গায়িকা মিলার বিরুদ্ধে মামলা করেন পারভেজ। এর প্রায় আড়াই মাস পর একই অভিযোগে পারভেজের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছিলেন গায়িকা মিলা।
সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সংগীতশিল্পী মিলা ও তাঁর সাবেক স্বামী এস এম পারভেজ সানজারি একে অপরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলা দুটি তদন্ত করে পুলিশ আদালতে পৃথক অভিযোগপত্র জমা দেয়। মিলার করা মামলা থেকে অব্যাহতি চেয়ে পারভেজ সানজারি আদালতে আবেদন করেন। অপর দিকে মিলার পক্ষ থেকে আদালতে সময় চেয়ে আবেদন করা হয়। আদালত মামলার কাগজপত্র পর্যালোচনা করে দুই মামলা থেকে দুজনকে অব্যাহতি দেন।
এর আগে যৌতুক ও নির্যাতনের অভিযোগে ২০১৭ সালের ৫ অক্টোবর মিলা তাঁর সাবেক স্বামী পারভেজের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার হন সানজারি। পরে তিনি জামিনে ছাড়া পান। এরপরই তিনি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মিলার বিরুদ্ধে মামলা করেন।
এ ছাড়া বিয়ের তথ্য গোপন করার অভিযোগে ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর মিলার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে আরও একটি মামলা করেন পারভেজ সানজারি। মামলাটি এখন বিচারাধীন। আর ২০১৯ সালের ৫ জুন মিলার বিরুদ্ধে অ্যাসিড হামলার অভিযোগে মামলা করেন পারভেজের বাবা এস এম নাসির উদ্দিন। ওই মামলায় ২০২১ সালের ১৪ নভেম্বর গায়িকা মিলা ও তাঁর পূর্বপরিচিত কিম জন পিটার হালদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল।