নতুন পোশাক ও বিনা মূল্যে চিকিৎসাসেবা পেল বন্যার্তরা

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্যার্তদের মাঝে লা–রিভের সৌজন্যে পোশাক বিতরণ করেন নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা। গতকাল নোয়াখালীর কবিরহাট উপজেলার দারাপনগর সরকারি প্রথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রেছবি: প্রথম আলো

বন্যা শুরুর পর দুই সপ্তাহ ধরে আশ্রয়কেন্দ্রে হোসেন মিয়া। পরনের লুঙ্গি ও গেঞ্জি দেখে বোঝা যাচ্ছিল, অনেক দিন ধরে এক কাপড়েই আছেন। নতুন পাঞ্জাবি হাতে পেয়ে হাসিমুখে জানালেন কৃতজ্ঞতা। তিনি বলেন, বিপদের এই দিনে প্রথমবার কারও কাছ থেকে পোশাক পেলেন।

সত্তরোর্ধ্ব হোসেন মিয়ার বাড়ি নোয়াখালীর কবিরহাটে। এখন আছেন উপজেলার দরাপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী আশ্রয়কেন্দ্রে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল শুক্রবার ওই আশ্রয়কেন্দ্রের বিভিন্ন বয়সী ৪০০ জনকে নতুন পোশাক দেওয়া হয়। বন্যার্ত মানুষদের সহায়তায় প্রথম আলো ট্রাস্টকে এসব পোশাক দিয়েছিল ফ্যাশন ব্র্যান্ড লা রিভ।

নতুন জামা হাতে পেয়ে আপ্লুত হলেন শামলা বেগম (৫১)। তিনি আশ্রয়কেন্দ্রে এসেছেন ১৩ দিন আগে। বাড়িতে এখনো বন্যার পানি। আশ্রয়কেন্দ্রে ত্রাণ ও খাবারের সহায়তা পেলেও কারও কাছ থেকে কাপড় পাননি জানিয়ে তিনি বলেন, আপাতত আর ছেঁড়া–জোড়াতালি দেওয়া কাপড় পরতে হবে না।

আশ্রয়কেন্দ্রে থাকা দিনমজুর মো. ইউছুফ (৬০) বলেন, বন্যায় আসবাব ও কাপড়সহ ঘরে থাকা সবকিছু নষ্ট হয়ে গেছে। পরনে এই একটি পোশাক। নতুন পোশাক পাওয়ায় খুবই উপকার হয়েছে।

বন্ধুসভার মেডিকেল ক্যাম্প

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল ফেনীর সোনাগাজী উপজেলার মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছে তিন শতাধিক গবাদিপশু। পাশাপাশি লা রিভের সহায়তায় বন্যার্ত দেড় হাজারের বেশি মানুষকে নতুন পোশাক দেওয়া হয়।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে অংশ নেন শেখ হাসিনা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আজগর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের একদল চিকিৎসক। গবাদিপশুর চিকিৎসা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ২০ জন ভেটেরিনারি চিকিৎসকের একটি দল।

এ ছাড়া হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের একদল নার্স ও টেকনিশিয়ান সেবা নিতে আসা চার শতাধিক মানুষের রক্তচাপ, ডায়াবেটিস, মূত্র পরীক্ষাসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেন। ক্যাম্পে ওষুধ–সহায়তা দিয়েছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ও রেজ্যুভা ওয়েলনেস। সার্বিক সহযোগিতা করেন ফেনী, ঝিনাইদহ, টাঙ্গাইল, দিনাজপুর, জামালপুর ও বশেমুরকৃবি বন্ধুসভার সদস্যরা।