সাবেক অতিরিক্ত সচিবের বাসা থেকে উদ্ধার ১ কোটি টাকা, ১১ আইফোন
রাজধানীর উত্তরায় সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন খানের বাসা থেকে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, বেশ কিছু বিদেশি মুদ্রা, ১১টি আইফোন ও ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নগদ অর্থসহ এসব মূল্যবান সামগ্রী উদ্ধার করে।
পুলিশ জানায়, গতকাল রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় গ্রেপ্তার করা হয় সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন খান ও তাঁর ছেলে কে এম আসিফ হাসানকে। আমজাদ হোসেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বরত অবস্থায় ২০২০ সালে অবসরে যান। তাঁর গ্রামের বাড়ি গাজীপুর সদরে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মোহাম্মদ আমজাদ হোসেন খানের বিরুদ্ধে অবৈধভাবে বিদেশি মুদ্রা সংরক্ষণ করার অভিযোগে একটি মামলা হয়েছে। পরে আমরা মানি লন্ডারিং মামলার জন্য আবেদন করব।’
ওসি হাফিজুর বলেন, ‘আমজাদ হোসেন খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদের জন্য আমরা পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করব।’