জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৪ বছর পর নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল শুক্রবার। ই–ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে চার বছর পর নিজস্ব পদ্ধতির পরীক্ষায় ফিরবে বিশ্ববিদ্যালয়টি। ২০১৯-২০ শিক্ষাবর্ষে সর্বশেষ নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছিল।
আগামীকাল ই–ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৩৭৫ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষার মোট ১০০ নম্বরের মধ্যে বহুনির্বাচনী অংশ থাকবে ২৪ নম্বর, লিখিত পরীক্ষা হবে ৪৮ নম্বরে। আর এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে সর্বোচ্চ ১২ নম্বর এবং এইচএসসির ফলাফলের ওপর ভিত্তি করে সর্বোচ্চ ১৬ নম্বর রাখা হয়েছে। সকাল ১০টা থেকে দেড় ঘণ্টার এই পরীক্ষা হবে।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আলপ্তগীন প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষার জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের ই-ইউনিটে মোট আবেদন করেছেন ১ হাজার ৩৭৫ জন। অল্প সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা থাকবে।’
ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ সময় পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবারের ভর্তি পরীক্ষা আয়োজন আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল।’
আগামী ১৪ ফেব্রুয়ারি ডি–ইউনিটের সামাজিক বিজ্ঞান অনুষদ; ১৫ ফেব্রুয়ারি বি–ইউনিটের কলা ও আইন অনুষদ; ২২ ফেব্রুয়ারি এ–ইউনিটের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ এবং ২৮ ফেব্রুয়ারি সি–ইউনিটের বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার বিষয় পছন্দক্রম দিতে হবে ভর্তি পরীক্ষার পরে।