সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান ছয় দিন রিমান্ডে
সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী চিকিৎসক এনামুর রহমানকে ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। রাজধানীর মিরপুর থানায় করা সাগর হত্যা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, মিরপুর থানায় করা সাগর হত্যা মামলায় এনামুর রহমানকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে মিরপুর থানার পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এনামুর রহমানকে ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
এর আগে গতকাল রাতে এনামুর রহমানকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়ে গত ১৯ জুলাই মারা যান সাগর। এই ঘটনায় তাঁর মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলায় প্রধান আসামি করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মামলার এজাহারে এনামুর রহমানের নাম রয়েছে।