দাওয়াত থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

নিহত দুই বন্ধু সজীব ও সুমন
ছবি: সংগৃহীত

বন্ধু মো. সুমনকে সঙ্গে নিয়ে মামাতো বোনের বাসায় দাওয়াতে গিয়েছিলেন মো. সজীব আলম। সেখান থেকে বাসায় ফেরার পথে তাঁদের বহনকারী অটোরিকশাকে একটি লরি চাপা দেয়। এতে দুই বন্ধুই নিহত হন। আহত হন অটোরিকশাচালক ও সজীবের মামা।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরে টোল সড়কের পুলিশ বক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সজীব (২২) ও সুমনের (২২) বাড়ি নগরের দক্ষিণ পতেঙ্গার নাজিরপাড়া এলাকায়। তাঁরা চট্টগ্রাম নগরের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।

সজীবের চাচাতো ভাই মো. নাছির উদ্দিন প্রথম আলোকে জানান, তাঁদের এক আত্মীয় সম্প্রতি কাতার থেকে দেশে এসেছেন। এ উপলক্ষে নগরের দক্ষিণ কাট্টলী এলাকায় মামাতো বোনের বাসায় দাওয়াত ছিল। সজীবদের পরিবারের প্রায় ২৫ জন দাওয়াতে যান। দাওয়াত শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় সজীবের মামা জাহাঙ্গীর আলম গুরুতর আহত হয়ে বর্তমানে নগরের পাঁচলাইশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান নাছির উদ্দিন।

নগরের হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, অটোরিকশাকে চাপা দিয়ে লরিচালক পালিয়ে যান। অটোরিকশাচালক চিকিৎসাধীন আছেন। তিনি এখনো অচেতন থাকায় কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।