সহায়তা না পেলে দুটি কিডনিই নষ্ট হয়ে যেতে পারে উজ্জ্বল খানের
টাঙ্গাইল সদর উপজেলার কুমুল্লী নামদার খানপাড়া গ্রামের বাসিন্দা কবি উজ্জ্বল খান (৫০)। দীর্ঘদিন কিডনির রোগে ভুগছেন তিনি। সর্বশেষ গত ১২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, ভালোভাবে চিকিৎসা চালিয়ে যেতে না পারলে তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে যেতে পারে। অবিবাহিত উজ্জ্বল খান তাঁর মা মোছা. লতিফা খানমের সঙ্গে গ্রামের বাড়িতে থাকেন। তাঁর প্রয়াত বাবার অবসর ভাতার টাকায় কোনো রকমে চিকিৎসা ও সংসারের খরচ চলে।
এমন পরিস্থিতিতে ছেলের চিকিৎসা সহায়তার জন্য সমাজের হৃদয়বান মানুষের কাছে আবেদন জানিয়েছেন উজ্জ্বল খানের মা। সাহায্য পাঠানোর ঠিকানা—হিসাবের নাম: মোছা. লতিফা খানম, হিসাব নম্বর: ৬০৩৩৫০১০০৩৯৩১, সোনালী ব্যাংক, সাদৎ বাজার শাখা, করটিয়া, টাঙ্গাইল। সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নম্বরেও (বিকাশ) ০১৭৭৭৯৮৩৩৪৫।