সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শনিবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয় সংক্রান্ত খবরগুলো। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

কোটা নিয়ে তিন সুপারিশ করেছিল মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সেই কমিটি

কোটা সংস্কার, পর্যালোচনা বা কোটার প্রয়োগপদ্ধতি সহজ করার আলোচনা ও সুপারিশ বেশ পুরোনো
ফাইল ছবি: প্রথম আলো

প্রায় ছয় বছর আগে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের একপর্যায়ে নবম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সব কোটা বাতিল করে সরকার। বাতিলের আগে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে যে কমিটি করা হয়েছিল, তারা এই পাঁচ গ্রেডে কোটা বাতিলের সুপারিশ করেছিল। বিস্তারিত পড়ুন...

টাকা চুরির মামলা করতে বাবার সঙ্গে থানায় গিয়েছিলেন মেয়ে, পরে তিনিই গ্রেপ্তার

চুরি
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে দেড় কোটি টাকার বেশি চুরির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছিলেন এক ব্যবসায়ী। মামলা দায়েরের চার দিনের মাথায় থানা-পুলিশ জানতে পারে, ওই ব্যবসায়ীর টাকা চুরির সঙ্গে জড়িত তাঁর একমাত্র মেয়ে। এ ঘটনায় মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্তারিত পড়ুন...

আম্বানি পরিবারের বিয়ে: কতটা হলে তাকে অনেক বেশি বলা যায়

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ভারতের মুম্বাইতে, ১২ জুলাই ২০২৪
ছবি : ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এই বিয়ে ঘিরে হইহুল্লোড় মানুষের মধ্যে যে পরিমাণ আগ্রহ তৈরি করেছে, ঠিক ততটাই ক্ষোভের জন্মও দিয়েছে। যে দেশে কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে এবং আয়বৈষম্য প্রকট, সেখানে এই বাড়বাড়ন্ত ও অঢেল সম্পদের প্রদর্শনীর সমালোচনা করেছেন অনেকেই। বিস্তারিত পড়ুন...

ফাইনালে আর্জেন্টিনার একাদশ যেমন হতে পারে

অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা
এএফপি

শ্রেষ্ঠত্বের লড়াই সামনে রেখে কোচ লিওনেল স্কালোনি এরই মধ্যে একাদশও সাজিয়ে ফেলেছেন। আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্কালোনির দল। মানে, গত বুধবার ইস্ট রাদাফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকে যে ১১ জন খেলেছেন, তাঁরা ফাইনালেও খেলবেন। বিস্তারিত পড়ুন...

মেধা নাকি কোটা: একজন সাবেক আমলার অভিজ্ঞতা

বাংলাদেশের কোটাব্যবস্থা (চাকরিসহ অন্যান্য ক্ষেত্রে) নিয়ে একটা বিতর্ক চলমান। কেউবা পক্ষে, কেউ বিপক্ষে। তবে আশ্চর্যজনক হচ্ছে, বিতর্ক এমন, যেন কোটা অর্থ মেধাহীন। আবার মেধাভিত্তিক কোনো ধরনের কোটা নেই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দু-একটা কথা বলতে চাই। বিস্তারিত পড়ুন...