ভোটার করতে জালিয়াতির চেষ্টায় সুনামগঞ্জের নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

নির্বাচন কমিশন ভবনফাইল ছবি

আর্থিক লেনদেনের মাধ্যমে ভোটার করার প্রমাণ পাওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন।

আজ বুধবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, ওই উপজেলায় বায়োমেট্রিক জালিয়াতির মাধ্যমে ১০৬ জন বাংলাদেশি প্রবাসীকে ভোটার করার অপচেষ্টা করা হয়েছে।

এনআইডি ডিজি জানান, জাতীয় পরিচয়পত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করতে ঢাকা থেকে এনআইডি উইংয়ের একটি তদন্ত দল জগন্নাথপুরে গিয়ে সার্বিক বিষয়ে প্রমাণ পেয়েছে। অনিয়মে জড়িত দুজন হলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ও নির্বাচন অফিসের ডেটা এন্ট্রি অপারেটর জুবায়ের। তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সারা দেশে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এনআইডি ডিজি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে গত সোমবার পর্যন্ত ১৭ লাখ ৭ হাজার ৫৭০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ কাজে তিনি সবার সহযোগিতা চান।