অভিন্ন মূল্যবোধই যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্কের চালিকা শক্তি: পিটার হাস
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, একই ধরনের মূল্যবোধ যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছে। আর এসব মূল্যবোধই দুই দেশের সম্পর্কের চালিকা শক্তি।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন পিটার হাস। ৪ জুলাই যুক্তরাষ্ট্র ২৪৭তম স্বাধীনতা দিবস উদ্যাপন করে।
দুই দেশের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণার ক্ষেত্রে একই আদর্শের ভূমিকার কথা উল্লেখ করে পিটার হাস বলেন, ‘১৭৭৬ সালের প্রায় দুই শতাব্দী পর যুক্তরাষ্ট্রের অনুরূপ চারটি মূলনীতি—জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ওপর ভিত্তি করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছিল। অভিন্ন এসব মূল্যবোধ আমাদের দুই দেশকে আরও বেশি নিখুঁত করে গড়ে তোলার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের চালিকা শক্তি হিসেবে কাজ করে।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস উপলক্ষে বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে মূলত যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অনেকগুলোতে বাড়ি তৈরি করা বাংলাদেশিদের ছাপ পাওয়া যাবে।
পিটার হাস বলেন, ‘এই ছবিগুলো আমাদের দেশের সীমানার মধ্যে বিকশিত বৈচিত্র্যকে ধারণের বহিঃপ্রকাশ। যেখানে বাংলাদেশসহ নানা দেশের মানুষ তাদের বাড়ি খুঁজে পেয়েছে। প্রদর্শনীর মাধ্যমে আমরা বাংলাদেশিদের অসাধারণ গল্পগুলো দেখতে পাই। যেখানে তাঁরা মার্কিন স্বপ্নকে আলিঙ্গন করে তাঁদের দক্ষতা, সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে আমাদের সমাজের প্রাণবন্ত গাঁথুনিতে অবদান রেখেছেন।’
মার্কিন রাষ্ট্রদূত মনে করেন, যুক্তরাষ্ট্রজুড়ে নানা দেশের মানুষের উপস্থিতি মার্কিন জনগণের শক্তির দৃষ্টান্ত তুলে ধরে। যার শক্তিশালী ভিত্তি স্বাধীনতা, ন্যায়বিচার এবং সমতার মতো অভিন্ন মূল্যবোধের ওপর গড়ে উঠেছে।
পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের গল্প গুরুত্বপূর্ণ কিছু দৃষ্টান্ত তুলে ধরে। তা হলো ‘জনগণের মধ্যেই আমাদের গণতন্ত্রের শক্তি এবং তাদের মধ্য দিয়ে গণতন্ত্রের পূর্ণ বহিঃপ্রকাশ ঘটে।’