সাবেক সংসদ সদস্য আউয়াল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমতি দুদকের
প্রায় ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুই মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের দুটি ধারায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মামলা দুটি করা হয়েছিল।
দুদক সূত্রে জানা যায়, এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর স্ত্রীকেও মামলার আসামি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৯০ লাখ ৬২ হাজার ৬৩৩ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।