৩ দিন বন্ধ থাকার পর দেশের অর্ধেকের বেশি থানার কাজ শুরু

  • রাজধানীর ৫০ থানার মধ্যে চালু ২৯টি।

  • দেশজুড়ে ৪১৭ থানায় সেনা মোতায়েন।

  • বিজিবির নিরাপত্তায় সীমান্তবর্তী ২১ থানা।

হাতিরঝিল থানার কার্যক্রম শুরু হয়েছে। এক ব্যক্তির জিডি জমা নিচ্ছেন পুলিশ কর্মকর্তারা। গতকাল রাজধানীর হাতিরঝিল থানায়ছবি: আশরাফুল আলম

তিন দিন বন্ধ থাকার পর রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, ৬৩৯ থানার মধ্যে গতকাল শুক্রবার পর্যন্ত ৩৬১টি থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।

থানাগুলোর নিরাপত্তায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রাজধানী ঢাকার ২৯টি থানাসহ দেশজুড়ে ৪১৭টি থানায় ইতিমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে।

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে বেশি ক্ষতিগ্রস্ত থানাগুলো এখনো কার্যক্রম শুরুর উপযোগী হয়নি বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি হয়। শেষ তিন দিন (শেখ হাসিনা সরকারের পতনের আগে-পরে) থানা, ফাঁড়িসহ পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা থানায় আসতে সাহস পাননি। স্থাপনা পাহারা দেওয়ার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়।

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম গত বুধবার সব পুলিশ সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন। পরদিন তিনি পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের ক্ষেত্রে আপামর জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানান।

ডিএমপির বাইরে ২১ জেলা ও মহানগর থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানান, এসব এলাকার ১৪৫টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার বাইরে কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। আবার পুলিশ সদস্যদের অনেকে বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। যার কারণে থানাগুলো পুরোদমে চালু করা যায়নি। তবে কেউ জিডি ও মামলা করতে চাইলে ব্যবস্থা করা হচ্ছে।

গতকাল সরেজমিন ঘুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০ থানার মধ্যে ২৯টি থানায় কার্যক্রম শুরুর তথ্য পাওয়া গেছে। বাকি ২১টির কার্যক্রম এখনো শুরু করা যায়নি। ক্ষতিগ্রস্ত এসব থানায় বসার মতো অবস্থা নেই বলে পুলিশ সূত্র জানিয়েছে।

ডিএমপির বাইরে ২১ জেলা ও মহানগর থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানান, এসব এলাকার ১৪৫টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার বাইরে কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। আবার পুলিশ সদস্যদের অনেকে বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। যার কারণে থানাগুলো পুরোদমে চালু করা যায়নি। তবে কেউ জিডি ও মামলা করতে চাইলে ব্যবস্থা করা হচ্ছে।

কিছুদিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) আবদুল মান্নান মিয়া

মানিকগঞ্জ জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পুলিশ সদস্যরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। তবে ইতিমধ্যে সব থানায় পুলিশ সদস্যরা যোগদান করছেন। সবকিছু স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগবে।

গতকাল চট্টগ্রাম মহানগরের ১৬ থানার মধ্যে আটটির কার্যক্রম চালু হয়েছে। পতেঙ্গা ও ইপিজেড থানায় ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় চালু হয়নি। বাকি ছয়টি থানায়ও স্বল্প পরিসরে কার্যক্রম চলছে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) আবদুল মান্নান মিয়া প্রথম আলোকে বলেন, কিছুদিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

রাজধানীর চিত্র

গতকাল সকাল আটটা থেকে ডিএমপির ২৯টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের পাহারায় পুলিশ সদস্যরা তাঁদের কর্মস্থলে যোগ দেওয়া শুরু করেছেন।

ডিএমপির সূত্র জানায়, ঢাকার রমনা, কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, কোতোয়ালি, চকবাজার, সূত্রাপুর, ডেমরা, গেন্ডারিয়া, মতিঝিল, সবুজবাগ, শাহজাহানপুর, শেরেবাংলা নগর, হাতিরঝিল, শাহ আলী, কাফরুল, ভাষানটেক, দারুসসালাম, রূপনগর, ক্যান্টনমেন্ট, বনানী, উত্তরা পশ্চিম, উত্তরখান ও বিমানবন্দর থানার কার্যক্রম শুরু হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৫ আগস্টের পর থেকে গুলশান থানায় হামলা হয়নি। গতকাল থেকে তাঁদের থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল সরেজমিনে দেখা যায়, গুলশান থানার সামনে পাঁচ সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। ভেতরে দেখা গেল, উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া চেয়ারে বসে কাজ করছেন। দুপুর ১২টা পর্যন্ত এই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

গতকাল দুপুরে তেজগাঁও থানায় গিয়ে দেখা যায়, যেসব পুলিশ সদস্য থানায় যোগ দিয়েছেন, তাঁদের বেশির ভাগই সাদাপোশাকে দায়িত্ব পালন করছেন। থানার ওসি মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, তেজগাঁও থানায় হামলা হয়নি। বেলা একটা পর্যন্ত থানায় তিনটির মতো জিডি হয়েছে। তিনি বলেন, তাঁরা লেজুড়বৃত্তি চান না। স্বাধীন পুলিশ কমিশন গঠন করার দাবি জানান এই কর্মকর্তা।

৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। থানাটিতে বসে কাজ করার মতো অবস্থা নেই। জানা গেল, সেনাসদস্যদের পাহারায় কয়েকজন পুলিশ সদস্য থানায় এসেছেন। থানার সামনে বসে একজন সেনাসদস্য থানায় আসা পুলিশ সদস্যদের নামের তালিকা করছেন। একজন পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য জানান, তাঁরা থানার ওসির নির্দেশনায় কাজ শুরু করবেন।

শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার তাঁরা কাজে যোগ দিয়েছেন। তাঁরা দুটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। একটি পরিচয়পত্র হারানোর জিডি হয়েছে।

নিউমার্কেট থানায়ও অনেকে সাদাপোশাকে দায়িত্ব পালন করছেন। গতকাল বেলা পৌনে একটা পর্যন্ত তিনটি জিডি হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. আমিনুল ইসলাম।

সীমান্তবর্তী ২১ থানার কার্যক্রম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরাপত্তায় সীমান্তবর্তী ২১ থানায় কার্যক্রম শুরু হয়েছে বলে গতকাল বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, রংপুর ও যশোর রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের সীমান্তবর্তী ১১টি থানা এবং খুলনা রেঞ্জের সীমান্তবর্তী ১০টি থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

বিজিবি সূত্র জানায়, চলমান পরিস্থিতিতে সীমান্তবর্তী থানাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। নিরাপত্তা জোরদারে টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবির নিরাপত্তায় রংপুর রেঞ্জের সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর থানা, লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম থানা, ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা, পঞ্চগড়ের আটোয়ারী ও তেঁতুলিয়া থানা, কুড়িগ্রামের ফুলবাড়ী, রৌমারী, চর রাজীবপুর, কচাকাটা, ঢুষমারা থানাসহ ১১টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া খুলনা রেঞ্জের সীমান্তবর্তী যশোরের বেনাপোল পোর্ট থানা, সাতক্ষীরার কালীগঞ্জ, দেবহাটা ও কলারোয়া থানা, চুয়াডাঙ্গার দর্শনা ও জীবননগর থানা, মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানাসহ মোট ১০টি থানার কার্যক্রম শুরু হয়েছে।