টিউলিপসহ অর্থ পাচারে জড়িতদের তথ্য চেয়ে ১২ দেশে চিঠি পাঠিয়েছে দুদক
যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার) টিউলিপ সিদ্দিকসহ বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য চেয়ে সংশ্লিষ্ট ১২টি দেশে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের প্রধান কার্যালয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
আক্তার হোসেন বলেন, টিউলিপ সিদ্দিকের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট দেশে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। টিউলিপ ছাড়াও অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন দেশে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে দুদক সূত্র জানায়, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে ১২টি দেশে মোট ৭১টি চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে ২৭টি চিঠির জবাবও পেয়েছে দুদক।