ডেঙ্গুতে শিশুসহ আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩৫৮ জন

ডেঙ্গু জ্বরের রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছেফাইল ছবি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক শিশুসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর তথ্য পাওয়া যায়। এ নিয়ে চলতি মাসে মৃত্যু হলো আটজনের। আর নতুন করে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৮ জন।

শেষ মারা যাওয়া ব্যক্তিসহ এ বছর এখন পর্যন্ত ৯১ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৬ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৫৩ দশমিক ৮ শতাংশ নারী।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে দুজনের ও চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ৬ থেকে ১০ বছর বয়সী একটি ছেলে, ২৬ থেকে ৩০ বছর বয়সী এক তরুণী ও ৭৬ থেকে ৮০ বছর বয়সী এক পুরুষ রয়েছেন।

নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ডিএসসিসিতে ১০৮, উত্তর সিটিতে ৫৭, ঢাকা মহানগরের বাইরে ৪২, কক্সবাজারে ৫৮ জনসহ চট্টগ্রাম বিভাগে ৬৯, বরিশালে ৩৬, খুলনায় ৩৫, ময়মনসিংহে ৭ ও রাজশাহী বিভাগের হাসপাতালগুলোয় ৪ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৬৮৬ জন। এর মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৭ শতাংশ নারী। চলতি মাসে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪৫ জন।