ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলা গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী

রাজধানীর মতিঝিলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে ‘বর্বরোচিত’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। শিক্ষক, শিক্ষার্থী, লেখক, সাংবাদিক, শিল্পীসহ সমাজের নানা পেশার মানুষকে নিয়ে গঠিত এই কমিটি বলেছে, গণ–অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে অভ্যুত্থানে সক্রিয় কর্মীদের ওপর এমন হামলা গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী।

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ যুক্ত করার সঙ্গে জড়িতদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে বুধবার সকালে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাও করে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন। একই সময়ে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল শিক্ষার্থী পাঠ্যবইয়ে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে। হামলায় অনেকে আহত হয়েছেন।

হামলার এ ঘটনার পর সভা করে গণতান্ত্রিক অধিকার কমিটি। অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়।

সভায় গণতান্ত্রিক অধিকার কমিটির নেতা–কর্মীরা বলেন, আদিবাসী নামখচিত গ্রাফিতির ছবিটি বাতিলের সিদ্ধান্তে দেশব্যাপী বিভিন্ন মহলে অসন্তোষ দেখা যায় এবং সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা সিদ্ধান্ত নেয়, তাঁদের অধিকারের দাবিতে ও পাঠ্যবইয়ে গ্রাফিতির ছবিটি সংযোজনের জন্য এনসিটিবির সামনে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান করবেন। তাঁদের ঘোষিত কর্মসূচির সঙ্গে স্টুডেন্টস ফর সভরেন্টি ও গ্রাফিতি বাতিলের সিদ্ধান্ত কার্যকরের জন্য সমাবেশের ডাক দেয়। আদিবাসী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশের ওপর স্টুডেন্টস ফর সভরেন্টির সন্ত্রাসীরা হামলা চালায়।

হামলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। গণ–অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে অভ্যুত্থানে সক্রিয় কর্মীদের ওপর এ হামলা গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের সন্ত্রাসী হামলা ও সম্প্রতি জনগণের ওপর করের বোঝা চাপানোর প্রতিবাদে আগামী শুক্রবার বেলা সাড়ে তিনটায় গণতান্ত্রিক অধিকার কমিটি প্রতিবাদ সমাবেশ করবে বলেও বিবৃতিতে জানানো হয়।