সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১০ ফেব্রুয়ারি, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ঢাকায় দুই ট্রেনে আগুন কারা দিল, এখনো জানে না পুলিশ

গত ১৯ ডিসেম্বর ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। ৫ জানুয়ারি রাতে আগুন দেওয়া হয় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে
ফাইল ছবি


রাজধানীর তেজগাঁও ও গোপীবাগে দুটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় হওয়া মামলার তদন্ত নিয়ে পুলিশ এখনো অন্ধকারে। তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের প্রায় দুই মাস পার হয়েছে। আর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের এক মাসের বেশি সময় পার হয়েছে। কিন্তু দুই মামলার কোনোটির তদন্তে কোনো অগ্রগতি নেই। দুই ট্রেনে অগ্নিসংযোগকারীদের এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ।
বিস্তারিত পড়ুন...

‘বাবার দ্বিতীয় বিয়ের কারণ ছিলাম আমি’

গান গাইছেন রামিসা চৌধুরী
ছবি: মানসুরা হোসাইন


রামিসা চৌধুরী গাইছিলেন—‘জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা।’ হারমোনিয়ামে পরের গানটি ধরলেন—‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে?’ হয়তো গানের এই কথাগুলোর মতোই রামিসার জীবন। তাঁকে নিয়ে নানা গুঞ্জন। তিনি নিজের শারীরিক গঠনের সঙ্গে মনের মিল খুঁজে পান না।
বিস্তারিত পড়ুন...

১৪৮ আসনের ফল: ইমরান-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা আরও এগিয়ে

নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকার খবরে পেশোয়ারে উল্লাস করেন ইমরান খানের দলের নেতা–কর্মী ও সমর্থকেরা। পাকিস্তান, ৯ ফেব্রুয়ারি
ছবি: এএফপি

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফলে আরও এগিয়ে গেল কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দ্বিতীয় স্থানে রয়েছে আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল। এরপরে রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির দল। মূলত তিন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।
বিস্তারিত পড়ুন...

পাকিস্তানে কারাবন্দী ইমরানের পক্ষে জনগণের ভোটবিপ্লব

দল হিসেবে নির্বাচন করতে পারেনি ইমরান খানের পিটিআই। ইমরান নিজেও কারাবন্দী। এরপরেও নির্বাচনে অবাক করে দিয়েছেন ইমরানের স্বতন্ত্র প্রার্থীরা।
ফাইল ছবি: এএফপি

পাকিস্তানের নির্বাচনের ফলাফল দেখে দেশটির মানুষ বিস্মিত। সে বিস্ময়ের জন্মদাতাও আবার তাঁরাই। চূড়ান্ত কোণঠাসা অবস্থায় নির্বাচন করেও ইমরান খানের সমর্থক ‘স্বতন্ত্র’ প্রার্থীরা প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন। আবার একই সঙ্গে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণায় বিলম্ব দেখে মানুষ বিক্ষুব্ধ। তাঁরা বুঝতে পারছেন না, পিটিআইয়ের সমর্থক স্বতন্ত্র প্রার্থীদের আদৌ জিততে দেওয়া হবে কি না।
বিস্তারিত পড়ুন...

আহমেদ রুবেলকে নিঃসঙ্গ করে দেওয়া হয়েছে! অরুণা বিশ্বাসের ক্ষোভ

বুধবার মারা যাওয়া শক্তিমান অভিনয়শিল্পী আহমেদ রুবেলের মৃত্যু অরুণা বিশ্বাসকে নাড়া দিয়েছে

‘চাপা ডাঙার বউ’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু অরুণা বিশ্বাসের। নায়করাজ রাজ্জাকের হাত ধরে ১৯৮৬ সালে পথচলা শুরু করা অরুণা বিশ্বাসের অভিনয়জীবন চার দশক ছুঁই ছুঁই। আজ শুক্রবার সকালে তাঁর ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, সিন্ডিকেটের নামে সব গুণী শিল্পীগুলোকে কাজ না দিয়ে ঘরে বসিয়ে রেখে জীবিত মেরে ফেলা হচ্ছে। আর মঞ্চে চলছে দাঁড়িয়ে হাহুতাশ। অসম্মান, অশ্রদ্ধা এসব পাওয়ার জন্য শিল্পীর জন্ম নয়।
বিস্তারিত পড়ুন...