রেফ্রিজারেটর মেলায় এসে পছন্দের ফ্রিজ কেনার সুযোগ
রাজধানীর রায়েরবাজার থেকে তেজগাঁও–গুলশান লিংক রোডে ফ্রিজ কিনতে এসেছেন সুরাইয়া। কারণ, একসঙ্গে অনেক মডেলের ফ্রিজ তিনি দেখেশুনে কিনতে পারবেন। তাই এত দূরে আসা।
আধুনিক ফ্রিজগুলো কেমন হয়, পরিবেশবান্ধব কি না, অথবা সাধ্যের মধ্যে পাওয়া যাবে কি না, এ সবকিছু এক ছাদের নিচে স্বচক্ষে দেখতে শুরু হয়েছে রেফ্রিজারেটর মেলা।
রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে আজ শুক্রবার শুরু হয়েছে এ মেলা। প্রথম আলো ডটকম আয়োজিত এ মেলা চলবে কাল শনিবার পর্যন্ত। বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলাপ্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত।
মেলায় আসা সুরাইয়া প্রথম আলোকে বলেন, অনেক ধরনের ফ্রিজ দেখার পাশাপাশি মূল্যছাড়সহ নানা অফারও রয়েছে। তাই অনলাইনে মেলার খবর জেনে শুক্রবার বিকেলেই তিনি মেলায় এসেছেন এবং একটি পছন্দও করেছেন।
দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজগুলো এক প্ল্যাটফর্মে আনার ভাবনা থেকে ২০২২ সালে প্রথম আলো ডটকম প্রথমবারের মতো আয়োজন করে ‘অনলাইন রেফ্রিজারেটর মেলা’। এ বছর তৃতীয়বারের মতো হচ্ছে মেলাটি।
মেলার প্রথম দিনে আয়োজনে গিয়ে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, এ ধরনের মেলার ক্রেতা ও বিক্রেতারা যেমন উপকৃত হচ্ছেন, তেমনি দেশের অর্থনীতিতেও এর ভূমিকা রয়েছে। মেলায় অংশগ্রহণকারীদের পাশাপাশি ক্রেতাদেরও তিনি স্বাগত জানান।
আয়োজকেরা জানান, মেলায় ফ্রিজ কেনার ক্ষেত্রে ইএমআই, কিস্তি-সুবিধা, বিশেষ অফার ও মূল্যছাড় দিয়েছে প্রতিষ্ঠানগুলো।
বাড্ডা থেকে শাহরিয়ার হাসান নামের একজন এসেছেন পরিবার নিয়ে। তাঁর বাসায় একটি ফ্রিজার প্রয়োজন। মেলায় ঘুরে দেখছেন। কয়েকটি ব্র্যান্ডের ফ্রিজ তিনি সম্ভাব্য তালিকায় রেখেছেন। সুবিধামতো সময়ে কিনে নেবেন।
প্যানেল আলোচনায় রেফ্রিজারেটর প্রতিষ্ঠানের কর্তারা অংশ নেন। স্যামসাং ইলেকট্রনিকসের ডেপুটি জেনারেল ম্যানেজার ফয়সাল মাহমুদ জানান, ফ্রিজের বাজারের সম্ভাবনা অনেক ভালো। মানুষের জীবনযাপন অনেক এগিয়েছে। মানুষ এখন আধুনিক ও উন্নত প্রযুক্তির ফ্রিজ খোঁজেন।
ফ্রিজ এখন আর বিলাসী পণ্য নেই, অত্যাবশ্যকীয় পণ্য হয়েছে উল্লেখ করে মিনিস্টার গ্রুপের হেড অব ব্র্যান্ড সোহেল কিবরিয়া বলেন, ক্রেতার চাহিদা মাথায় রেখে সব ব্র্যান্ডই আধুনিক প্রযুক্তির ফ্রিজ আনার চেষ্টায় থাকে।
সিঙ্গার বাংলাদেশের হেড অব প্রোডাক্ট ফারহান আজহার বলেন, অনলাইনের পাশাপাশি অফলাইন মেলা হওয়াতে ক্রেতারা স্বচক্ষে দেখে, ছুঁয়ে কেনার সুযোগ পাচ্ছেন।
এই আয়োজনে বিনোদনের ব্যবস্থাও রয়েছে। গতকাল গান পরিবেশন করেন সিঁথি সাহা ও মাহতিম শাকিব। স্ট্যান্ডআপ কমেডি করেন শাওন মজুমদার। এ ছাড়া অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন এফ এস নাঈম।
কুপন পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে মেলা চলাকালে র্যাফল ড্রতে ফ্রিজসহ নানা পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা। গতকাল র্যাফল ড্র পরিচালনা করেন অভিনেত্রী সোহানা সাবা। এ ছাড়া পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনিয়া রিফাত।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছোটদের বিনোদনের জন্য মেলাপ্রাঙ্গণে আছে 'বাবুল্যান্ড' এবং খাবার-দাবার জোনে সেভয় আইসক্রিম ও টি-গার্ডেন ফুড শপ।
রেফ্রিজারেটর মেলা ‘তাজা খাবার, সতেজ সংরক্ষণ, সুস্থ-সজীব শরীর ও মন’ স্লোগানে ১ জুন অনলাইনে শুরু হয়েছে। অনলাইনে এটি চলবে ১০ জুন পর্যন্ত। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে।
তৃতীয়বারের মতো আয়োজিত রেফ্রিজারেটর মেলায় ব্যাংক পার্টনার হিসেবে দেশের শীর্ষস্থানীয় আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ইলেকট্রনিকসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ।
পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রেফ্রিজারেটর প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সিঙ্গার বেকো, ইলেক্ট্রোমার্ট লিমিটেড (কনকা), ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ, হায়ার বাংলাদেশ লিমিটেড, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড, বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড, ভিশন ইলেকট্রনিকস, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল ও র্যাংগস ই-মার্ট।