ঢাকায় আজ কারফিউ শিথিল ১১ ঘণ্টা
ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আজ রোববার কারফিউ শিথিলের সময় আরও দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ কারফিউ শিথিল থাকবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবারও এই সময় পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
এর আগে শুক্র ও শনিবার কারফিউ শিথিল ছিল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন তিনি।
কারফিউ শিথিল করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে ভালোর দিকে যাচ্ছে। সে জন্য আমরা কারফিউ আরেকটু শিথিল করতে চাচ্ছি। খুব শিগগির চেষ্টা করব কারফিউ আরও শিথিল করার জন্য।’
গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় এ পর্যন্ত অন্তত ২১০ জন নিহত হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ-সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। এখনো বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। এরপর ধাপে ধাপে কারফিউ শিথিল করছে সরকার।