পাসপোর্ট নবায়ন হলেও ৬৯ হাজার রোহিঙ্গাকে সৌদি আরব ফেরত পাঠাবে না

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরবছবি: সংগৃহীত

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট নবায়নের জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানো হয়েছে। পাসপোর্ট নবায়ন হলেও তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে না সৌদি আরব।

আজ বুধবার দুপুরে সৌদি দূতাবাসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান।

আসন্ন রমজান মাস উপলক্ষে বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব। এ উপলক্ষে এদিন দূতাবাস এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে সৌদি রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইসা ইউসুফ ইসা আলদুহাইলান বলেন, ‘বিষয়টি খুব স্পর্শকাতর। তারা বাংলাদেশের পাসপোর্টধারী। তাই তাদের পাসপোর্ট নবায়নের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে আসছি। আমরা তাদের ফেরত পাঠাব না, শুধু আইনি প্রক্রিয়ার জন্য পাসপোর্ট নবায়নের অনুরোধ জানিয়েছি।’

প্রসঙ্গত বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নের বিষয়ে তাগিদ দিয়ে আসছে সৌদি সরকার। এ বিষয়ে সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত বছরের মে মাসের দিকে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে।

সৌদি রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশের বন্দর ও জ্বালানি খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেইট এরই মধ্যে মাতাবাড়ি সমুদ্রবন্দর ব্যবস্থাপনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

রাষ্ট্রদূত ইসা জ্বালানিবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সৌদি সফরের প্রসঙ্গ টেনে জানান, বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগের বিষয়ে সৌদি প্রতিষ্ঠান একুয়া পাওয়ারের সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে।