বিলে নৌকা ডুবে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

সাভারে বিলে বেড়াতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে সাভারের জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ সোসাইটি–সংলগ্ন বিলে নৌকাডুবির ঘটনার পর আজ রোববার বেলা ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত হৃদয় মাহমুদ (২৫) সাভার কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি ছায়া বিথি এলাকার আলমাস আলীর ছেলে।

সাভার মডেল থানা-পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে হৃদয় মাহমুদ তাঁর ছয় বন্ধুকে নিয়ে সাভারের ভাটপাড়া এলাকার আবাসিক প্রকল্প জাহাঙ্গীরনগর কো–অপারেটিভ হাউজিং সোসাইটি–সংলগ্ন বিলে নৌকা নিয়ে ঘুরতে যান। নৌকাটি আকারে ছোট হওয়ায় কিছু দূর গিয়ে ডুবে যায়। বন্ধুদের সবাই সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও হৃদয় সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান। এ ছাড়া পাড়ে উঠতে পারলেও নাইম ও শামীম অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁরা স্থানীয় লোকজনের সহায়তায় সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

বিষয়টি জানতে পেরে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মাছ ধরার জাল দিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ভোর পর্যন্ত তাঁরা হৃদয়ের সন্ধান পেতে ব্যর্থ হওয়ায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। ডুবুরি দল বেলা ১১টার দিকে হৃদয়ের লাশ উদ্ধার করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, কারও পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।