পররাষ্ট্রসচিবের চুক্তি বাতিল, ওএসডি হলেন নৌপরিবহনসচিব
চুক্তি ভিত্তিতে থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেনের নিয়োগ বাতিল করেছে সরকার। আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পররাষ্ট্রসচিব হিসেবে মাসুদ বিন মোমেনের দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বরে। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ যে বাতিল হচ্ছে, সেটি অনুমেয় ছিল। গতকাল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায়ও দেওয়া হয়েছে।
এখন জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের কথা জানাল।
এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পর থেকে প্রশাসনে একের পর এক চুক্তিত্তিক নিয়োগ বাতিল, বদলি, ওএসডির ঘটনা ঘটছে। একই সঙ্গে নতুন করে পদায়ন ও পদোন্নতিও দেওয়া হচ্ছে।