সাবেক সংসদ সদস্য মিজানুরের ৮ বছর কারাদণ্ড
দেড় কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানকে আট বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর বিচারক আবু তাহের আজ বৃহস্পতিবার এ রায় দেন।
প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল ইসলাম খান। তিনি প্রথম আলোকে বলেন, আদালতের রায় অনুযায়ী মুহাম্মদ মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে এ মামলায় ২৩ জানুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষ হয়। সেদিন রায়ের জন্য ৩০ জানুয়ারি (আজ বৃহস্পতিবার) দিন ঠিক করেছিলেন আদালত। একই সঙ্গে আসামি মুহাম্মদ মিজানুর রহমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, মুহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ৭ আগস্ট মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের উপপরিচালক মঞ্জুর মোরশেদ।
মামলার কাগজপত্রের তথ্যানুযায়ী, ২০১৮ সালের ২৩ অক্টোবর সম্পদ বিবরণী জমা দিতে মিজানুরকে নোটিশ পাঠিয়েছিল দুদক। পরে ওই বছরের ১৯ নভেম্বর তিনি দুদকে সম্পদের হিসাব বিবরণী জমা দেন।