ছুটির দিন কাটুক সুরে-সংলাপে: রাজধানীতে আজ কোথায়, কী আয়োজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি
ছবি: মাসুম অপু

ছুটির দিনগুলোতে রাজধানীতে সাংস্কৃতিক, সামাজিক সংগঠনগুলো নানা রকমের আয়োজন করে থাকে। কর্মব্যস্ত নগরবাসীর ছুটির দিনগুলো শুরুই হয় একটু অন্য রকমভাবে।

অনেকেই দিনের প্রথম ভাগে বাজারে যান কেনাকাটা করতে। কেউ স্বজন-সুহৃদের আমন্ত্রণে আতিথেয়তা রক্ষায় যাত্রা করেন তাঁদের ঠিকানায়। বিকেলে অনেকে সপরিবার বের হন বেড়াতে। নাগরিক অনুষ্ঠান আয়োজনগুলোই তাঁদের প্রধান গন্তব্য হয়ে ওঠে। গান, নাটক, চিত্রকলা মিলিয়ে বৈচিত্র্যময় কিছু আয়োজনের সন্ধান রইল এখানে। এসব আয়োজনে এলে সুরে–সংলাপে দিনটা কাটবে চমৎকার।

অনুষ্ঠান:

আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে আজ রাজধানীর বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে রয়েছে শিশুকিশোর সমাবেশ, শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে শিশুদের নিয়ে অভিভাবকেরাও অংশ নিতে পারেন।

শিল্পী মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদারের ‘অবস্কিউর বিউটি’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনীর আমন্ত্রণপত্র।

শিল্পকলা একাডেমি: শিল্পকলা একাডেমিতে আজ রয়েছে সারা দিন নানা অনুষ্ঠান। সকাল ১০টায় শুরু হবে শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেল তিনটায় জাতীয় চিত্রশালায় চিত্রকর্ম প্রদর্শনী, চারটায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সেমিনার ও সন্ধ্যায় নাট্যশালার প্রধান মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলা একাডেমি: বাংলা একাডেমিও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিকেল চারটায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একক বক্তৃতা ও সন্ধ্যায় আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে।

গীতাঞ্জলি ললিতকলা একাডেমি: উত্তরার রবীন্দ্র সরণির বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চে গীতাঞ্জলি লালিতকলা একাডেমির আয়োজনে দিনভর অনুষ্ঠান শুরু হয়েছে আজ সকাল ৮টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ে। এরপর থাকবে পুরস্কার বিতরণী। বিকেলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে থাকবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রদর্শনী:

শিল্পানুরাগীদের জন্য আজ রাজধানীর গ্যালারিগুলোতে নতুন–পুরোনো মিলিয়ে বেশ কিছু আয়োজন রয়েছে। একটি নতুন যৌথ প্রদর্শনীও শুরু হতে যাচ্ছে আজ থেকে। প্রদর্শনীগুলোর বিবরণ রইল এখানে।

সফিউদ্দীন শিল্পালয়: আজ থেকে শুরু হচ্ছে শিল্পী সৈয়দ সাইফুল কবীর ও কানিজ ফাতিমা জেসমিনের যৌথ প্রদর্শনী ‘ডুয়ো’। ধানমন্ডির ৪ নম্বর সড়কের সফিউদ্দীন শিল্পালয়ে বিকেল পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। প্রদর্শনী চলবে ২২ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

দৃক: পান্থপথের দৃক গ্যালারিতে চলছে ‘খুলনার আলোকচিত্রচর্চা ইতিহাসের পথ বেয়ে’ শীর্ষক বিশেষ প্রদর্শনী। এতে খুলনার আলোকচিত্রচর্চার ইতিহাস তুলে ধরা হয়েছে। খুলনার প্রবীণ আলোকচিত্রী বিমল কুমার দে, তুষারকান্তি রায় চৌধুরী, নূরুল হক, সিমসন এস অধিকারী, সোহেল মাহমুদ, আবদুল বদির তোলা আলোকচিত্র এবং দুটি প্রতিষ্ঠান রেটিনা ও অভিসার স্টুডিওর সংগ্রহ থেকে বাছাই করা ছবি রয়েছে। প্রদর্শনীটি শুরু হয়েছে ১২ মার্চ। চলবে ১৯ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

কলাকেন্দ্র: লালমাটিয়ার ৯/৪, ব্লক–ডিতে কলাকেন্দ্রে চলছে শিল্পী মুবাশ্বির মজুমদারের একক শিল্পকর্ম প্রদর্শনী ‘আটপৌরে বাসনা’। চলবে ২৮ মার্চ পর্যন্ত রোজ বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।

চিত্রক: ধানমন্ডির ৪ নম্বর সড়কের ২১/এ সড়কের গ্যালারি চিত্রকে সফিউদ্দীন আহমেদ প্রিন্টমেকিং স্টুডিওর সঙ্গে যৌথ আয়োজনে চলছে শিল্পী মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদারের ‘অবস্কিউর বিউটি’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। চলবে ২২ মার্চ পর্যন্ত।

নাটক:

পোহালে শর্বরী: থিয়েটারের নতুন নাটক রামেন্দু মজুমদার নির্দেশিত ‘পোহালে শর্বরী’ আজ মঞ্চস্থ হবে মহিলা সমিতি মঞ্চে সন্ধ্যা সাতটায়। সুরেন্দ্র বর্মার ‘সুরজ কি অন্তিম কিরণ সে সুরজ কি প্যাহেলি কিরণ তক’ নামের নাটকটি মূল হিন্দি থেকে অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক।

সলিটারি কনফাইনমেন্ট: শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে শাকিল আহমদের রচনা ও আইরিন পারভিনের নির্দেশনায় ‘সলিটারি কনফাইনমেন্ট’। নাট্যম রেপার্টরির এটি অষ্টম প্রযোজনা।

বিনোদন কেন্দ্র:

জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, সোনারগাঁ কারুশিল্প জাদুঘর, শিশুপার্ক, চিড়িয়াখানা, বলধা গার্ডেন, জাতীয় উদ্ভিদ উদ্যান, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিমানবাহিনী জাদুঘর, বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজীপুর ন্যাশনাল পার্ক, ড্রিম হলিডে পার্ক।

যেসব বাণিজ্যিক এলাকা বন্ধ

ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাজার ও বিপণিবিতানগুলো সপ্তাহের বিভিন্ন দিনে বন্ধ থাকে। আজ শুক্রবার পুরান ঢাকার অধিকাংশ এলাকার দোকান, বাজার বন্ধ বা প্রায় বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে ইসলামপুর, পাটুয়াটুলী, বাংলা বাজার, শ্যামবাজার, ফরাশগঞ্জ, শ্যামপুর, সদরঘাট, বাদামতলী, বাবুবাজার, নয়াবাজার, নর্থসাউথ রোড, ইংলিশ রোড, ধোলাইখাল, গেন্ডারিয়া, ওয়ারী, টিপু সুলতান রোড, দয়াগঞ্জ, শাঁখারীবাজার, যাত্রাবাড়ী, নবাবপুর, গুলিস্তান, কাপ্তানবাজার, বঙ্গবাজার, ফুলবাড়িয়া, বংশাল, ইমামগঞ্জ, বেগমবাজার, চকবাজার, মৌলভীবাজার ও লালবাগ।