সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা সংক্রান্ত খবরগুলো। পাশাপাশি কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জেতার খবরটিতে পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, মারধর

কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
ছবি: সাজিদ হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষের ঘটনার পর কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই মারধরের শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন। বিস্তারিত পড়ুন...

নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দেন। ঢাকা, ১৫ জুলাই
ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার’ স্লোগান দেওয়াকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না।’ বিস্তারিত পড়ুন...

ট্রাম্পের সমাবেশে গুলিতে নিহত হওয়া কে এই কোরি

কোরি কম্পারেটর
ছবি: এক্স থেকে নেওয়া

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলিতে নিহত হওয়া ব্যক্তির নাম কোরি কম্পারেটর। তাঁর বয়স ৫০ বছর। দুই সন্তানের জনক কোরি পেশায় ছিলেন দমকলকর্মী। বিস্তারিত পড়ুন...

মেসির কান্নার পর মার্তিনেজের গোলে আর্জেন্টিনার ত্রিমুকুট

কোপা আমেরিকার ট্রফি নিয়ে মেসিদের উচ্ছ্বাস
এএফপি

টেলিভিশনের পর্দায় মেসির কান্নার দৃশ্য দেখতে দেখতেই ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়েছে গোলশূন্য অবস্থায়, ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে। সেখানে বদলি হিসেবে নামা লাওতারো মার্তিনেজের ১১২ মিনিটের গোলে চরম আবেগের ম্যাচে কলম্বিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার রেকর্ড ১৬তম শিরোপা জিতল আর্জেন্টিনা। বিস্তারিত পড়ুন...

আর্জেন্টিনা কোপা আমেরিকা আর স্পেন ইউরো জিতে কত টাকা পেল

ইউরোয় স্পেন এবং কোপা আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে
এএফপি

মহাদেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে ইউরোপের উয়েফাকেই সবচেয়ে প্রভাবশালী বিবেচনা করা হয়। সবচেয়ে ধনীও সুইজারল্যান্ডের নিওনভিত্তিক সংস্থাটিই। ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন দলের জন্য উয়েফার বরাদ্দ ছিল ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ স্পেন চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা। বিস্তারিত পড়ুন...