‘সংসদে নীরব থেকে সম্মানী নেওয়া, এটা হতে পারে না’

জাতীয় সংসদ ভবনফাইল ছবি

দেশের টাকা বিদেশে চলে যায়, আর সংসদে নীরব থেকে সম্মানী নেওয়া—এটা হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, দুর্নীতিবাজকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দেশের বাইরে এত টাকা চলে গেছে। এভাবে দেশের টাকা বিদেশে চলে যায়, আর সংসদে নীরব থেকে সম্মানী নেওয়া, এটা হতে পারে না। সংসদ সদস্যদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে রুহুল আমিন হাওলাদার এসব কথা বলেন।

সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে বিরোধী দল জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, আধুনিক বাংলাদেশ হয়েছে, এ কথা স্বীকার করতে হবে। বিরোধী দলে থেকেও তিনি সত্যের গান গাইবেন, জয়ের গান গাইবেন।

সরকারে থাকলে একটু বেশি কাজ করা যায়, জোটে থাকলেও কম করা যায় না—এমন মন্তব্য করে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমরা একযোগে আছি। জোটে ছিলাম। এখন জোটের কাছাকাছি নাকি? আমি এ ব্যাপারে বলব না কিছু। এখানে আমাদের চেয়ারম্যান আছেন জি এম কাদের, তাঁকে ধন্যবাদ জানাই, তাঁর নেতৃত্বে আমরা বিরোধী দলে আছি।’