ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

ডেঙ্গুপ্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স ৬৬ থেকে ৭০ বছরের মধ্যে। তাঁকে নিয়ে চলতি বছর এই বয়সী ২৩ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগের (দুই সিটি করপোরেশন এলাকা বাদে) হাসপাতালগুলোয় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ৫৭ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪১, চট্টগ্রাম বিভাগে ৩০, বরিশাল বিভাগে ২৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৬, খুলনা বিভাগে ২৬, ময়মনসিংহ বিভাগে ১৬, রাজশাহী বিভাগে ৮, রংপুর বিভাগে ৩ জন ও সিলেট বিভাগের হাসপাতালে ডেঙ্গু নিয়ে ১ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর ঢাকাসহ সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৯ হাজার ৮০৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৯৭ হাজার ৯৭৯ জন। এদের মধ্যে চলতি মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৩৩৬ জন।

দেশে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়। এ সময় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

শীত এলে ডেঙ্গুর প্রকোপ সাধারণত কমে আসে। তবে কয়েক বছর ধরে এর ব্যতিক্রম হচ্ছে দেশে। এবার এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। আর চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেল ৬৯ জনের। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৫৭ জনের।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২০ হাজার ৯৯৯ রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন। এরপর ঢাকা বিভাগের (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ১৮ হাজার ৪৩৪ জন ভর্তি হয়েছেন। আর তৃতীয় সর্বোচ্চ ১৭ হাজার ৬১২ ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অপর দিকে এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২৩৪ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১০৩ জনের ও বরিশালে ৫৮ জনের।

আরও পড়ুন