ধূপখোলা খেলার মাঠ ফেরত পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
পুরান ঢাকার ধূপখোলায় বেদখল হওয়া কেন্দ্রীয় খেলার মাঠ ফেরত পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ রোববার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মাঠটি বুঝিয়ে দেওয়া হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের নিয়ে মাঠটি পরিদর্শনে যান। জেলা প্রশাসন জানায়, স্থানীয় ব্যক্তিদের সঙ্গে ভাগাভাগি করেই মাঠ ব্যবহার করতে পারবেন শিক্ষার্থীরা।
ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মাঠটি জেলা প্রশাসনের তালিকাভুক্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে মাঠ ব্যবহার করতে পারবেন। তাঁরা আবেদন করলে কীভাবে স্থানীয় লোকজন ও ক্লাবের সঙ্গে সমন্বয় করা যায়, সেটিও আমরা করে দেব।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন কলেজ ছিল, তখন থেকেই মাঠের একটি অংশ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ব্যবহার করে আসছিলেন। উত্তর-পশ্চিম অংশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দক্ষিণ-পশ্চিম অংশ স্থানীয় লোকজন ও পূর্ব অংশ ক্লাব ব্যবহার করছিল। পশ্চিম অংশে মার্কেট তৈরির জন্য সম্প্রতি সিটি করপোরেশন মাঠ সংস্কার করে। তবে উচ্চ আদালতের আদেশে মার্কেটের নির্মাণকাজ বন্ধ আছে।
মাঠ পরিদর্শনে শিক্ষার্থীদের সঙ্গে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও ছাত্র উপদেষ্টা রাইসুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, মাঠ সংস্কারের পরে সিটি করপোরেশন বিশ্ববিদ্যালয়ের অংশ বুঝিয়ে দেয়নি। এতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা মাঠে খেলতে পারছিলেন না। শিক্ষার্থীদের অধিকার কেড়ে নেওয়া উচিত হয়নি। শিক্ষার্থীরা এখন সেখানে খেলতে পারবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, মাঠটি বেদখল হয়ে গিয়েছিল। শিক্ষার্থীদের দাবির মুখে আবার মাঠটি উদ্ধার করা সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চায় ব্যাঘাত ঘটেছিল। এখন থেকে বেশি বেশি খেলাধুলার আয়োজন করা সম্ভব হবে। আর দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দিতেও আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।