সুন্দরবনের দুবলার চরে পানি পরিশোধনকেন্দ্র স্থাপন করেছে র‌্যাব

দুবলার চরে স্থাপিত পানি পরিশোধনকেন্দ্র পরিদর্শন করেন র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা
ছবি: সংগৃহীত

সুন্দরবনের দুবলার চরে বিশুদ্ধ ও সুপেয় পানি নিশ্চিত করতে পানি পরিশোধনকেন্দ্র (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন করেছে র‍্যাব। রাশ মেলায় আগত পুণ্যার্থী ও পর্যটকদের উপস্থিতিতে আগামী রোববার র‌্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) এম খুরশীদ হোসেন কেন্দ্রটি উদ্বোধন করবেন।

আজ বৃহস্পতিবার র‍্যাব সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, পানি পরিশোধন কেন্দ্রের মাধ্যমে দুবলার চর ও এর আশপাশের এলাকার মৎস্যজীবীসহ অন্যান্য পেশাজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ব্যবসায়ী, পুণ্যার্থী, পর্যটক এবং সাধারণ মানুষের বিশুদ্ধ ও সুপেয় পানির সংকট দূর করা সম্ভব হবে।

র‍্যাব জানায়, পানি পরিশোধনকেন্দ্রটির মাধ্যমে প্রতিদিন গড়ে ২৪ হাজার লিটার পানি পরিশোধন করা যাবে। পানি সংগ্রহের স্থান থেকে ১৫টি বিতরণকেন্দ্রের মাধ্যমে এক লাখের বেশি মানুষ বিশুদ্ধ ও সুপেয় পানির সুবিধা ভোগ করবেন।