জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব খাইরুলের ছেলের শেয়ার অবরুদ্ধের আদেশ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলামের নামে ইউনিয়ন ব্যাংকে থাকা প্রায় ৫৫ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, খাইরুল ইসলাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক সদস্য। তাঁর বিরুদ্ধে জাল জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভুয়া সম্পত্তি জামানত হিসেবে বন্ধক দিয়ে বেসিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন।
দুদক আদালতকে লিখিতভাবে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী একজন সর্বোচ্চ এক কোটি টাকা গৃহঋণ পেতে পারেন। কিন্তু খাইরুল ইসলাম তাঁর নাবালক মেয়ে রওশন শিপরিন ও ছেলের নামে দুই কোটি করে মোট চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। এটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।