ফেনীতে বন্যাদুর্গতদের উদ্ধার অভিযানে নৌবাহিনী
ফেনীর বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সহায়তায় কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। আজ বৃহস্পতিবার অভিযানে দুটি নৌ কন্টিনজেন্ট যোগ দিয়েছে। উদ্ধার অভিযানে আরও দুটি কন্টিনজেন্ট ফেনীর উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
গত বুধবার জেলায় উদ্ধার ও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করে নৌবাহিনী। উদ্ধারের পাশাপাশি মানুষের মধ্যে চিকিৎসাসেবা, ওষুধ ও খাওয়ার স্যালাইনসহ সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া পানিবন্দী মানুষের মধ্যে শুকনো ও রান্না খাবার সরবরাহ করা হচ্ছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দী মানুষকে উদ্ধার করে জরুরি আশ্রয়কেন্দ্রে আনতে নৌবাহিনীর ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে উদ্ধার সামগ্রী, বোট, লাইফ জ্যাকেট, ডুবুরিসহ দুই শতাধিক নৌ সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
ফেনীর বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে ট্রাক ইতিমধ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।