সম্প্রচার শেষ ২৩ জুলাই ২০২৪

রামপুরা বাড্ডায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে, হেলিকপ্টারের টহল

০৯: ২৮ , জুলাই ১৯

রামপুরা বাড্ডায় সংঘর্ষ চলছে, হেলিকপ্টারের টহল 

রাজধানীর রামপুরা ও বাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আজ শুক্রবার সকাল ১০টার পর থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। বেলা তিনটার আগে সেখানে হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে।

০৬: ১০ , জুলাই ১৮

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার কারণে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দূরপাল্লার যানবাহন তেমন চলাচল করছে না। স্থানীয় যানবাহন কিছুটা চলাচল করলেও মহাসড়ক ফাঁকা রয়েছে।

এদিকে শিক্ষার্থীদের গণজমায়েত ও বিক্ষোভ মিছিল হওয়ার আশঙ্কা থেকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে সীতাকুণ্ড থানা-পুলিশ। সকাল থেকে মহাসড়কের সীতাকুণ্ড অংশে বিজিবির সদস্যরা টহল দিতে শুরু করেন।

এদিকে রাজধানীর শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শনির আখড়া এলাকার দিক থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ীর দিকে আসার চেষ্টা করেন। এ সময় তাঁদের ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বেলা সোয়া ১১টার দিকে যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। আন্দোলনরত শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছিলেন। আর একের পর এক কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।  দেখা যায় পুলিশকে। শনির আখড়ার কাজলা এলাকা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পুরো সড়কজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

০৬: ১৪ , জুলাই ১৮

ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ পালন শুরু করছেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে’ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন।

০৬: ১৪ , জুলাই ১৮

রাপা প্লাজার কাছে সড়কে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার কাছে সড়কে নেমেছে আশপাশের কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা ওই রাস্তায় নামে। স্কুল কলেজগুলোর মধ্যে আছে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজ, সিটি কলেজ ও মোহম্মদপুর প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থীরা আছে।

০৬: ১৯ , জুলাই ১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল ছাড়ছেন শিক্ষার্থীরা, আসেনি নতুন কর্মসূচির ঘোষণা

বন্ধ ঘোষণার পরে আজ সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হল ছাড়ছেন। শিক্ষার্থীরা হল ছাড়লেও আসেনি নতুন কর্মসূচির ঘোষণা।

০৬: ১৯ , জুলাই ১৮

গাজীপুরের চন্দ্রায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার মধ্য গাজীপুরের চন্দ্রায় শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ।

০৬: ২০ , জুলাই ১৮

আবু সাঈদ নিহতের ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠনের করেছে পুলিশ

পুলিশের সঙ্গে আন্দোলকারী শিক্ষার্থীদের সংঘর্ষের সময় গুলিতে নিহত হওয়ার আগে আবু সাঈদ

পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি করেছে পুলিশ।

০৬: ২৩ , জুলাই ১৮
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা রাজপথ অবরোধ করেন
ছবি: সুমন ইউসুফ

রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র‍্যাবের সংঘর্ষ

রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র‍্যাবের সংঘর্ষ শুরু হয়েছে। রাজধানীর হাউজ বিল্ডিং থেকে রাজলক্ষী মোড় পর্যন্ত সড়কে হাজারো আন্দোলনকারী রয়েছেন। তাঁদের ওপর সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে পুলিশ ও র‍্যাব। ফলে ঢাকা–ময়মনসিং সড়কের উত্তরা অংশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

ঘটনাস্থল থেকে প্রথম আলোর সংবাদদাতা জানান, বেলা ১১টার দিকে স্থানীয় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা উত্তরার জমজম টাওয়ারের সামনে জড়ো হন। পরে তাঁরা মিছিল নিয়ে মূল সড়কে উঠতে চাইলে পুলিশ ও র‍্যাব তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সংঘর্ষ শুরু হয়।

দুপুর ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কের দুই দিকে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। পুলিশ ও র‍্যাব মাঝে অবস্থান করছেন।

০৬: ৩১ , জুলাই ১৮
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ –এর কারণে রাজধানীর নিউমার্কেট এলাকার চিত্র। ছবি: বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তোলা।
০৬: ৩৩ , জুলাই ১৮

গাজীপুরের শিমুলতলী এলাকায় বিক্ষোভ করছেন ডুয়েট শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন। এর সমর্থনে গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

০৬: ৩৬ , জুলাই ১৮

মাদারীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ–ছাত্রলীগ–যুবলীগের নেতা-কর্মীরা, আহত ৩০

মাদারীপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। পরে পাল্টা হামলা চালায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে ১০ পুলিশ সদস্য, দুই সংবাদকর্মীসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

কোটা সংস্কারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন শিক্ষার্থীরা। তাদের প্রতিহত করতে লাঠি নিয়ে যাচ্ছে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। ছবিটি পুলিশ সুপারের বাসভবনের সামনে থেকে তোলা
ছবি: প্রথম আলো
০৬: ৩৯ , জুলাই ১৮
রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা রাজপথ অবরোধ করেন
ছবি: সুমন ইউসুফ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান করে শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন।

ছবি: প্রথম আলো
আরও পড়ুন
০৬: ৪৩ , জুলাই ১৮

বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ, বাইরে আন্দোলনকারীরা, রাবার বুলেটে আহত ১০

রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা পৌনে ১১টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।

মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বেলা ১১টার দিকে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। বাইরে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হচ্ছে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ছোড়ে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন।

এদিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অনেক পুলিশ দেখা গেছে। সেখানে পুলিশের সাঁজোয়া যান রয়েছে। মিরপুরের শেওড়াপাড়া থেকে ১০ নম্বরের গোলচত্বর পর্যন্ত বেশির ভাগ মার্কেট ও দোকানপাট বন্ধ। অন্যান্য দিনের তুলনায় যানবাহন ও লোকজনের চলাচল খুবই কম।

ছবি: প্রথম আলো
০৬: ৫২ , জুলাই ১৮
কোটা সংস্কারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা অবরোধ করেছেন শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা অবরোধ করেছেন শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মহাসড়কে যান চলাচল বন্ধ আছে, যানজটের সৃষ্টি হয়েছে।

০৭: ১০ , জুলাই ১৮

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এলাকায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা গোলচত্বরে অবস্থান নিয়েছেন। আর আন্দোলনকারীদের অবস্থান গোলচত্বরের পাশে আল-হেলাল হাসপাতালের সামনে। আর একটি অংশের অবস্থান মিরপুর ইনডোর স্টেডিয়ামের দিকে। বেলা ১টার দিকে প্রথম আলোর প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানান, পুলিশ এখন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এর আগে ব্যাপকভাবে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।

০৭: ১৫ , জুলাই ১৮

কোটা বৈষম্য নিরসনের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রংপুর জিলা স্কুলের সামনে প্রধান সড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু হয়।

০৭: ১৭ , জুলাই ১৮

মানিকগঞ্জে শিক্ষার্থী ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

মানিকগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থী ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জেলা শহরের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষের সময় কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়
ছবি: সুমন ইউসুফ
০৭: ২৫ , জুলাই ১৮

রাজধানীর ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালের সামনে শিক্ষার্থীরা

রাজধানীর ধানমন্ডির ২ নম্বর সড়কে ল্যাব এইড হাসপাতালের সামনে ৫০ থেকে ৬০ শিক্ষার্থী জড়ো হয়েছেন। তারা সায়েন্স ল্যাবের দিকে যাচ্ছেন।

এদিকে রাজধানীর আজিমপুর মোড়ে সড়ক অবরোধ করে আছে আন্দোলনকারীরা। বেলা সোয়া একটার দিকে এ অবস্থা ছিল।

০৭: ৩০ , জুলাই ১৮

মেট্রো চলছে স্বাভাবিক সূচিতে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউনের’ মধ্যে মেট্রোরেল চলছে স্বাভাবিক সূচিতে। বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত নির্ধারিত সময়ে মেট্রোরেল চলছে। তবে অন্য সময়ের তুলনায় আজ মেট্রোরেলে ভিড় কম। স্টেশনগুলোতেও চাপ কম। তবে মিরপুর–১০ নম্বরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলায় ওই স্টেশনের আগে বা পরে নামতে যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

শেওড়াপাড়ায় মেট্রোস্টেশনে দেখা যায়, অন্যদিনের তুলনায় আজ যাত্রী কম। মেট্রো কার্ড সংগ্রহ করতে তেমন যাত্রী চোখে পড়েনি।

০৭: ৩৯ , জুলাই ১৮

নারায়ণগঞ্জের সানারপাড়, শিমরাইল ও মদনপুরে লাঠিসোঁটা নিয়ে সড়কে শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি পয়েন্টে অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এই তিন পয়েন্ট হলো সিদ্ধিরগঞ্জের সানারপাড়, শিমরাইল ও বন্দর উপজেলার মদনপুর। শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করেছেন। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।

০৭: ৫৩ , জুলাই ১৮

‘কমপ্লিট শাটডাউনে’ চাকরির পরীক্ষা স্থগিত

‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে ছয়টি প্রতিষ্ঠানের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অনুষ্ঠেয় একাধিক পদের চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, পর্যটন করপোরেশন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, শ্রম অধিদপ্তর ও সহকারী জজ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

০৭: ৫৫ , জুলাই ১৮

রেলপথ অবরোধ, ঢাকা–টঙ্গী রেল যোগাযোগ বন্ধ

কোটা সংস্কার আন্দোলনকারীদের অবরোধের কারণে ঢাকা থেকে টঙ্গী হয়ে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

রেলওয়ের সূত্র জানিয়েছে, মহাখালী ও তেজগাঁওয়ে অবরোধের কারণে এই পথ দিয়ে চলাচলকারী ট্রেন ছাড়া হয়নি। বেশির ভাগ ট্রেন এই পথে চলাচল করে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীদের ডাকে এক দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হচ্ছে। ঢাকাসহ দেশে বিভিন্ন জেলায় আন্দোলনকারীরা রাস্তায় নেমেছেন। তাঁদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হচ্ছে।

০৭: ৫৫ , জুলাই ১৮
যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে
ছবি : তানভীর আহাম্মেদ

রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের সমাবেশ আন্দোলনকারীদের ধাওয়ায় পণ্ড

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরের শাহ আলী প্লাজার সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সমাবেশ আন্দোলনকারীদের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাহ আলী প্লাজার সামনে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে তাঁরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। সকাল সাড়ে ১০টা থেকে সমাবেশ চলছিল।

০৮: ৩৪ , জুলাই ১৮

বাংলাদেশে ভারতীয়দের চলাচলে সতর্কতা জারি

বাংলাদেশে চলমান পরিস্থিতি বিবেচনায় এ দেশে বসবাসরত ভারতীয় নাগরিক শিক্ষার্থীদের চলাচলের ব্যাপারে সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। আজ বৃহস্পতিবার হাইকমিশনের এক্সের (সাবেক টুইটার) পেজে এই সতর্কতা জারি করা হয়েছে।

০৮: ৩৮ , জুলাই ১৮

তেজগাঁওয়ে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার শহীদ তাজউদ্দিন আহমদ সরণীর একাধিক জায়গায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে আওয়ামী লীগের কর্মীরা তেজগাঁও শিল্প এলাকার একাধিক জায়গায় অবস্থান নেয়। তাঁরা লাঠিসোঁটা নিয়ে চেয়ার পেতে সেখানে পাহারায় থাকেন। বেলা ১টা ২০ মিনিটের দিকে পলিটেকনিক কলেজের দিক থেকে শত শত ছাত্র মিছিল নিয়ে আসে। এ সময় তেজগাঁও শিল্প এলাকার নাবিস্কো মোড়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেওয়াত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শিক্ষার্থীরা পশ্চিমে নাখাল পাড়ার গলিতে ঢুকে যায়।

এ সময় তেজগাঁও শিল্প এলাকার অগ্রণী ব্যাংকের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে ভাঙচুর করা হয়। সেখানে থাকা দুটি মোটরসাইকেল ভাঙচুর ও একটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

০৮: ৪২ , জুলাই ১৮
মেট্টোরেল
ফাইল ছবি

‘কমপ্লিট শাটডাউন’: তিন স্টেশন বাদে চলছে মেট্টোরেল

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ডাকা ‘কমপ্লিট শাটডাউনের’ মধ্যে সকাল থেকে মেট্রোরেল চলেছে স্বাভাবিক সূচিতে। এদিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় সংঘর্ষ হওয়ার পরে বেলা ২টা থেকে মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত যাতায়াত করছে। আর মিরপুর ১১ থেকে উত্তরা উত্তর পর্যন্ত যাতায়াত করছে। আগারগাঁও থেকে মিরপুর–১০ পর্যন্ত অর্থাৎ কাজীপাড়া, শেওড়াপাড় ও মিরপুর–১০ নম্বর স্টেশন আপাতত বন্ধ আছে।

আরও পড়ুন
০৮: ৫০ , জুলাই ১৮
আলোচনার জন্য দুজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক
ফাইল ছবি

পিতৃতূল্য হিসেবে অনুরোধ করছি, আন্দোলন থেকে সরে আসুন: শিক্ষার্থীদের প্রতি আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে সংসদ ভবনে থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি অ্যাটর্নি জেনারেলকে বলেছি এ সংক্রান্ত মামলার শুনানীর জন্য উদ্যোগ নিতে, আগামী রোববার আদালতে আপিল করতে, যেন শুনানী এগিয়ে আনা যায়।

আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের আইনমন্ত্রী বলেন, ‘পিতৃতূল্য হিসেবে আমি অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি আপনারা আন্দোলন থেকে সরে আসেন।’

কোটা সংস্কার বিষয়ে আপনারা একমত কি না— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আমরা কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে একমত। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসতে রাজি সরকার। শিক্ষার্থীরা চাইলে আজই আলোচনায় বসতে রাজি সরকার।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ আলোচনার জন্য দুজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, তাঁকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন
০৯: ৩১ , জুলাই ১৮
মিরপুর–১০ নম্বরে পুলিশ বক্সে আগুন দিয়েছেন আন্দোলনরত ব্যক্তিরা
ছবি: খালেদ সরকার

কুমিল্লায় পুলিশের সঙ্গে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ৫০০ গুলি, আহত ১৩

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোডে পুলিশ, বিজিবি ও র্যাবের সঙ্গে আন্দোলনকারীদের ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় পুলিশ অন্তত ৫০০টি গুলি ছুড়ে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় অন্তত ১৩ শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

০৯: ৫৩ , জুলাই ১৮

টাঙ্গাইলে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

টাঙ্গাইলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন।

০৯: ৫৪ , জুলাই ১৮

ঝালকাঠিতে বিক্ষোভ, খুলনা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ

ঝালকাঠির রাজাপুরে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার মেডিকেল মোড় এলাকার সড়কে অবস্থান নেন তাঁরা। ৪ ঘণ্টা ধরে খুলনা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কয়েক দফা পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

০৯: ৫৫ , জুলাই ১৮

কেরানীগঞ্জে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া

সকাল থেকে কেরানীগঞ্জের লায়ন শপার্স বিপণিবিতান, কদমতলী ও জনি টাওয়ার এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে জিনজিরা জনি টাওয়ার এলাকায় শতাধিক আন্দোলনকারী অবস্থান নেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন। বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারী ও শিক্ষার্থীরা পুনরায় জড়ো হয়ে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু দিয়ে রাজধানীতে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ঠেকাতে ধাওয়া করে। জবাবে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেন।

আরও পড়ুন
১০: ০৩ , জুলাই ১৮

নারায়ণগঞ্জের চাষাড়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নারায়ণগঞ্জ নগরের চাষাড়া এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। পুলিশের কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও ইটপাটকেল নিক্ষেপে ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

১০: ১১ , জুলাই ১৮

সিলেটে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ, আহত ৩০

সিলেটে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আন্দোলনকারী অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বেলা একটা ২০ মিনিটের দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। বেলা একটা ৫৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আশপাশে আখালিয়া, টুকের বাজার এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া চলছিল।

১০: ২০ , জুলাই ১৮

সৈয়দপুরে রেলপথ অবরোধ

নীলফামারীর সৈয়দপুরে রেলপথ অবরোধ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সৈয়দপুর প্রেসক্লাবের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে পাঁচমাথা মোড়ে যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয়। ট্রেনটি প্রায় আধা ঘণ্টা আটকে রাখেন আন্দোলনকারীরা।

১০: ২১ , জুলাই ১৮
যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ
ছবি : তানভীর আহাম্মেদ

দিনাজপুরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সংঘর্ষে আহত ১৫

দিনাজপুরে কোটা সংস্কারের আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। অন্যদিকে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে আহত হয়েছেন অন্তত ১৫ জন। শহরের লিলির মোড় থেকে সরকারি কলেজ মোড় এবং লিলির মোড় থেকে জিলা স্কুলের প্রধান ফটক পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়।

১০: ৩৮ , জুলাই ১৮

বাংলাদেশে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরবে, আশা চীনের রাষ্ট্রদূতের

বাংলাদেশে চলমান আন্দোলন প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘আমরা আশা করি, খুব শিগগির শান্তি ও স্থিতিশীলতা ফিরবে।’ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতের পর চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

১১: ১১ , জুলাই ১৮

সাভারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে, পুলিশ বক্স ভাঙচুর

ঢাকার সাভারে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ বৃহস্পতিবার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউনের’ মধ্যে সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় দুটি পুলিশ বক্স ভাঙচুর করেন উত্তেজিত শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আজ সকাল ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড এলাকার বিভিন্ন স্থানে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁরা জোটবদ্ধ হয়ে সাভার বাসস্ট্যান্ড–সংলগ্ন পাকিজা বাসস্ট্যান্ডে জড়ো হলে দুপুর ১২টার দিকে উপস্থিত পুলিশ সদস্যের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশও তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন গলিতে ঢুকে পড়েন।

১১: ১৫ , জুলাই ১৮

‘কমপ্লিট শাটডাউন’ চলছে, বিকেল সাড়ে ৫টার পর বন্ধ মেট্রোরেল

ঢাকার মেট্রোরেল আজ বিকেল সাড়ে পাঁচটার পর আর চলবে না। কোটা সংস্কার আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন বিকেল সাড়ে ৫টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর আজ আর কোনো মেট্রোরেল চলাচল করবে না।

এর আগে দুপুরের পর মিরপুর-১০ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। সেই আগুনের প্রভাব মেট্রোরেলের স্টেশন ও লাইনেও পড়ে। ফলে মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হয়।

যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

১১: ৩৮ , জুলাই ১৮

২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত

২১, ২৩ ও ২৫ জুলাই অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

১১: ৪১ , জুলাই ১৮

রামপুরায় বিটিভি কার্যালয়ে হামলা

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান কার্যালয়ে হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিটিভি কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা চালানো হয় । হামলাকারীরা ভেতরে থাকা দুটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বেলা তিনটার পর শতাধিক ব্যক্তি প্রধান ফটক ভেঙে বিটিভি কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েন। এ সময় প্রধান ফটকের বাইরে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তাঁরা। পরে ভেতরে ঢুকে শোভা বর্ধনকারী বিভিন্ন ফুল গাছের টব ভাঙচুর করেন। এ সময় বিটিভির বিভিন্ন ফ্লোরের কর্মকর্তা–কর্মচারীদের আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বিটিভিতে কক্সবাজারের সমুদ্রসৈকত নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র বারবার দেখানো হচ্ছে।

১২: ১৭ , জুলাই ১৮
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাকড

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। আর ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাকড করা হয়েছে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। ওয়েবসাইটে ঢু মারলে ‘This page isn’t working’ লেখা দেখায়। আর ছাত্রলীগের ওয়েবসাইটে বার্তা দিয়ে হ্যাকড করা হয়েছে।

ছবি: সংগৃহীত
১২: ৪০ , জুলাই ১৮
বিশ্ববিদ্যালয়ের ফটক আটকে দিচ্ছেন শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছেন, পুলিশ সদস্যরা ক্যাম্পাসের বাইরে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ক্যাম্পাসে ফিরেছেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরায় ক্যাম্পাসে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা বাইরে চলে গেছেন। পুলিশ সদস্যরা এখন ঢাকা–আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে আছেন।

১৩: ০৮ , জুলাই ১৮

রাজধানীর উত্তরা পূর্ব থানা ঘেরাও করেছেন আন্দোলনকারীরা

রাজধানীর উত্তরা পূর্ব থানা ঘেরাও করে রেখেছেন আন্দোলনকারীরা। কয়েক হাজার আন্দোলনকারী সেখানে অবস্থান নিয়েছেন। পুলিশ থানার ভেতরে রয়েছে। সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে ৭ জন আন্দোলনকারীকে আহত হতে দেখা গেছে। আন্দোলনকারীদের দাবি, থানার ভেতর থেকে ছররা গুলি করা হচ্ছে। এতেই আহতের ঘটনা ঘটছে। আজ উত্তরায় সংঘর্ষে ৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তিনটি হাসপাতাল সূত্রে।

১৩: ৪৯ , জুলাই ১৮

যাত্রাবাড়ীতে রিকশাচালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে এক রিকশাচালক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁর নাম–পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর।

১৩: ৫৫ , জুলাই ১৮

হাতিরঝিলে বিজিবির গাড়িতে অগ্নিসংযোগ

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, রাজধানীর হাতিরঝিলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আজ সন্ধ্যা ৬টার দিকে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়া হয় বলে ঘটনাস্থল থেকে ইউএনবির প্রতিবেদক জানিয়েছেন।

১৪: ৩৮ , জুলাই ১৮

বিটিভিতে হামলা–আগুন, সম্প্রচার বন্ধ

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বিকেল তিনটার দিকে ওই হামলা চালানো হয়েছে। বিটিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাত সোয়া ৮টার দিকে প্রথম আলোকে বলেন, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর কর্মকর্তা–কর্মচারীরা ভবন ছেড়ে সরে পড়েন। এ কারণে সম্প্রচার বন্ধ হয়ে গেছে।

০৬: ০৫ , জুলাই ১৯

মেরুল বাড্ডায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ 

রাজধানীর রামপুরা ব্রিজ থেকে শুরু করে মেরুল বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কটি আটকে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার আগে থেকে ওই সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছররা গুলি ছুড়েছে। আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়েছে। কাঠ ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়েছে।

০৬: ২২ , জুলাই ১৯

যাত্রাবাড়ী, রামপুরা, মালিবাগ, মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ 

যাত্রাবাড়ী, রামপুরা, মালিবাগ, মোহাম্মদপুরে আজ শুক্রবার বেলা ১১টা থেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে।

০৬: ২২ , জুলাই ১৯

ভৈরবে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন, সাংবাদিক আহত 

নিজস্ব প্রতিবেদক, ভৈরব

কিশোরগঞ্জের ভৈরবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। একপর্যায়ে আন্দোলনকারীরা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সে আগুন দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আন্দোলনকারীরা আজ বেলা ১১টা ৪০ মিনিটে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এ সময় ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুরের নেতৃত্বে দলটির একটি অংশ আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। কিন্তু আন্দোলনকারীরা সেখানে থেকে সরেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ইটপাটকেল ছোড়াছুড়ি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে চলাকালে সময় টেলিভিশনের ভৈরব প্রতিনিধি ফজলুর রহমান আহত হয়েছেন।

০৬: ২২ , জুলাই ১৯

আশুগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের  আশুগঞ্জ গোলচত্বরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ বেলা ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সেখানে জড়ো হলে পুলিশ তাঁদের উদ্দেশে করে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ছোড়ে। পরে শিক্ষার্থীরা সেখান থেকে সরে আশুগঞ্জ রেলস্টেশন ও উপজেলা সদরের চরচারতলা এলাকার দিকে চলে যান। পরে পুলিশও আশুগঞ্জ রেলস্টেশনে গিয়ে অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে এ খবর লেখার সময়ও সেখানে সংঘর্ষ চলছিল। 

০৬: ২২ , জুলাই ১৯

ঢাকার উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে, সড়ক অবরোধ 

রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে। বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারীরা উত্তরা পূর্ব থানা ঘিরে অবস্থান নিলে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের (টিয়ার) শেল ও রাবার বুলেট ছোড়া শুরু করে। দুপুর ১২টার দিকে দেখা যায়, আন্দোলনকারীরা উত্তরা রাজলক্ষ্মী সেন্টার ও বিএনএস টাওয়ারের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে আছে।

০৬: ২৭ , জুলাই ১৯

মোহাম্মদপুরের বেড়িবাঁধে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় আজ শুক্রবার সকাল ১০টার পর থেকে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলছে। সকাল আটটা থেকে আন্দোলনকারীরা সেখানে জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ কয়েক দফায় রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এখানে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুপুর সোয়া ১২টার দিকে দেখা যায়, পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাজ করছে।

০৬: ৫৬ , জুলাই ১৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ

সরকারি চাকরিতে কোটা সংস্কার ও শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ শুক্রবার প্রায় দেড় ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া বাসস্ট্যান্ডে বেলা পৌনে ১১টার দিকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। এ সময় সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে পুলিশ কর্মকর্তাদের অনুরোধে দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।

০৭: ০২ , জুলাই ১৯

রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ডিএমপি

ডিএমপি

রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বেলা পৌনে ১টার দিকে প্রথম আলোকে বলেন, আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

০৭: ০৪ , জুলাই ১৯

দর্শনা দিয়ে দেশে ফিরলেন ভারত ও নেপালের ৪৯ শিক্ষার্থী, অপেক্ষায় আরও অনেকে

বাংলাদেশে অধ্যয়নরত ভারত ও নেপালের শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট হয়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন। দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগের উপপরিদর্শক আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত অন্তত ৪৯ জন শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছেন। আরও অনেক শিক্ষার্থী যাওয়ার অপেক্ষায় আছেন।

০৭: ৩১ , জুলাই ১৯

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সেখানে আগুন জ্বলতে দেখা গেছে। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মাহমুদুল হক জানান, প্রথমে হামলাকারীরা ইট–পাটকেল ছোড়ে। এরপর ভাঙচুর করে বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট করে।

 এ ছাড়া গতকাল রাতেই পাসপোর্ট অফিসের পাশে জেলার পিবিআই অফিসে ভাঙচুর চালিয়ে বাস, প্রাইভেট কার, পিকআপ, মোটরসাইকেলসহ ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়। পরে আগুন নেভাতে এলে ফায়ার সার্ভিসের একটি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়। এ ছাড়া শহরের নারায়ণগঞ্জ ক্লাব ও জেলা আওয়ামী লীগের কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

০৮: ১২ , জুলাই ১৯

মিরপুরে সড়কে পুলিশ ও যুবলীগের অবস্থান

রাজধানীর মিরপুরে আজ শুক্রবার সকাল থেকে যান চলাচল অনেক কম। দোকানপাট খুব একটা খোলেনি। তবে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে পুলিশ ও যুবলীগের নেতা-কর্মীরা পৃথকভাবে অবস্থান নিয়ে আছেন। বেলা একটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুরে আন্দোলনকারীদের দেখা যায়নি।

আজ বেলা ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পশ্চিম পাশে শাহ আলী প্লাজার ফুটপাতে বেশ কিছুসংখ্যক পুলিশকে অবস্থান নিতে দেখা যায়।

০৮: ২৫ , জুলাই ১৯

মৎস্য ভবন মোড়, প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, বিএনপির নামে স্লোগান

রাজধানীর মৎস্য ভবন মোড়, প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার দুপুরে বিক্ষোভমিছিল বের হয়েছে। মিছিল থেকে বিএনপির নামে স্লোগান দেওয়া হচ্ছে।

০৮: ৪০ , জুলাই ১৯

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে ট্রেন চলাচল বন্ধ

ট্রেন
প্রতীকী ছবি

রেল চলাচল পুরোপুরি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে আজ শুক্রবার বেলা দুইটা পর্যন্ত কোথাও কোনো ট্রেন চলাচল করেনি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

রেলওয়ে সূত্র বলছে, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হচ্ছে ঢাকার ভেতরে কোনো ট্রেন প্রবেশ করবে না এবং ঢাকা থেকে কোনো ট্রেন যাবেও না। কিন্তু বেশির ভাগ ট্রেনই ঢাকায় আসে। ফলে সারা দেশেই রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

০৮: ৫১ , জুলাই ১৯

প্রেসক্লাব, সেগুনবাগিচায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ

রাজধানীর প্রেসক্লাব, সেগুনবাগিচা, শিল্পকলা একাডেমি, বিজয়নগর ও পুরানা পল্টনসহ আশপাশের এলাকাগুলোতে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ শুক্রবার বেলা তিনটায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই এই সংঘর্ষ শুরু হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর থেকেই বিএনপি নেতা কর্মীরা প্রেসক্লাব এলাকায় আসা শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়। এরপরেই পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। সেগুনবাগিচা, শিল্পকলা, বিজয়নগর, পুরানা পল্টনসহ আশপাশের এলাকাগুলোতে সংঘর্ষ ছড়িয়েছে।

বেলা আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেসক্লাব, সেগুনবাগিচা, পল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কিছুক্ষণ পর পর সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যাচ্ছে।

০৮: ৫৬ , জুলাই ১৯

মিরপুর ১০ নম্বরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ 

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আজ শুক্রবার বেলা আড়াইটার পর থেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়েছে। আন্দোলনকারীরা বিক্ষোভমিছিল থেকে কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এর কিছু সময় পরে মিরপুর ১১ নম্বরের দিক থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট–পাটকেল ছোড়েন। সেখানে এক পথচারী আহত হয়েছেন। পাল্টাপাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ মিরপুর ১১ নম্বরের দিকে চলে গেছে। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে যুবলীগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের দেখা গেছে।

০৯: ০৭ , জুলাই ১৯

লক্ষ্মীবাজারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর বাহাদুর শাহ পার্ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশপাশে আজ শুক্রবার সকাল থেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া চলছে। পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট–পাটকেল ছোড়ে।

০৯: ৪৮ , জুলাই ১৯

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাকড

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট খুলছে না। ওয়েবসাইটে ঢুকলে ‘অপারেশন হান্টডাউন’ নামের একটি লেখা দেখাচ্ছে। যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের ওয়েবসাইট হ্যাকড হয়নি। কারিগরি ত্রুটির কারণে এ সমস্যা হচ্ছে।

০৯: ৪৮ , জুলাই ১৯

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে রাজধানীতে আজ আরও ৩ জন নিহত

গতকাল বৃহস্পতিবার রামপুরা এলাকায় সংঘাত–সহিংসতার দৃশ্য
ছবি: প্রথম আলো

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় আজ শুক্রবার রাজধানীর রামপুরা-বাড্ডা এলাকায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।

নিহত তিনজন হলেন আবদুল গনি, রাকিব ও রাসেল। আবদুল গনি (৪৫) ও রাকিবকে (২২) আজ দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা শেষে দুপুর ২টা ২০ মিনিটে তাঁদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে রাসেলকে মৃত ঘোষণা করা হয় রামপুরার ফরাজী হাসপাতালে।