ঢাকায় ট্রেনে আগুন, অন্তত দুজন দগ্ধ
ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। এতে অন্তত দুজন দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন লাগে।
ঘটনাস্থল থেকে সৈয়দ ফায়েজ আহমেদ রাত সাড়ে ৯টার দিকে জানান, ট্রেনের কয়েকটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ট্রেন থেকে দগ্ধ দুজনকে বের করে আনা হয়েছে।
ফায়েজ আহমেদ বলেন, আগুনে জ্বলতে থাকা ট্রেনের বগিগুলোতে লোকজন আটকা পড়েছেন কি না তা বোঝা যাচ্ছে না।
ফায়ার সার্ভিস এক বার্তায় বলেছে, দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেসের চারটি বগিতে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এর আগে গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তাঁর শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।
আজকের ঘটনা নিয়ে ঢাকা রেলওয়ে থানার এসআই আশরাফ হোসেন জানিয়েছেন, রাত ৯টা ৭ মিনিটের দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে তাঁরা ট্রেনে আগুনের খবর পেয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছেন।