সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৬ মার্চ, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ফেসবুক বিভ্রাটের শিকার পাঁচ লাখের বেশি ব্যবহারকারী: ডাউনডিটেক্টর

বাংলাদেশসহ বিভিন্ন দেশে ফেসবুকে লগইন করতে সমস্যার মুখে পড়ছেন অনেক ব্যবহারকারী। ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকেও একই সমস্যার কথা বলেছেন। সামাজিক যোগাযোগের তিনটি প্ল্যাটফর্মই প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন। বিস্তারিত পড়ুন...

অস্ত্রের প্রতি বিশেষ আকর্ষণ ছিল শিক্ষক রায়হানের, কিনেছেনও: ডিবি

রায়হান শরীফ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি ওই কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক। বিস্তারিত পড়ুন...

যেখানেই যাই, শুনি হাসপাতালে ডাক্তার থাকে না: স্বাস্থ্যমন্ত্রী

সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের (এসএনবি) ১০তম জাতীয় নিউরোলজি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সৌজন্যে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘চিকিৎসকদের নানা রকম সমস্যা ও প্রতিকূলতা যে আছে, তা আমি জানি। কিন্তু মানুষকে চিকিৎসা তো দিতে হবে। জাতীয় সংসদে গেলে সংসদ সদস্যরা আমাকে বলেন, তাঁর এলাকায় চিকিৎসক থাকে না। যেখানেই যাই, সেখানেই হাসপাতালে ডাক্তার থাকে না শুনতে পাই। এগুলো তো ভালো কথা নয়।’ সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের (এসএনবি) ১০তম জাতীয় নিউরোলজি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত পড়ুন...

চলন্ত ট্রেনে যাত্রীর ‘হার্ট অ্যাটাক’, যেভাবে চিকিৎসা দিলেন আরেক চিকিৎসক যাত্রী

বর্তমানে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবু সায়াদ চৌধুরী
ছবি: সংগৃহীত

ট্রেনের মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল, গ বগিতে একজন যাত্রী গুরুতর অসুস্থ। ট্রেনে কোনো চিকিৎসক থাকলে তিনি যাতে সহায়তা করেন। ট্রেনটির ড বগির ১০৫ নম্বর আসনের যাত্রী ছিলেন চিকিৎসক আহসান হাবিব। ঘোষণা শুনে তিনি গ বগিতে গেলেন। রোগী প্রায় অচেতন অবস্থায় আছেন। বিস্তারিত পড়ুন...

ইউক্রেন যুদ্ধে ন্যাটোর থলের বিড়াল বের হয়ে গেছে

ন্যাটো যদি ইউক্রেনে সেনা পাঠানোর ব্যাপারে এতটাই বিরোধী হয়, তাহলে কেন দেশটিতে তাদের যেসব সেনা অবস্থান করছে, তাদের দেশে ফেরত আনছে না? গত ২৬ ফেব্রুয়ারি জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, জার্মান সরকার ইউক্রেনে দূরপাল্লার টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র দেবে না। কেননা এই ক্ষেপণাস্ত্র দিতে গেলে সেটা পরিচালনার জন্য ইউক্রেনে জার্মান সেনা পাঠাতে হবে। বিস্তারিত পড়ুন...