শান্তি পুনরুদ্ধারে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাজ্যের

বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও প্রাণহানি রোধে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাজ্যেরফাইল ছবি রয়টার্স

বাংলাদেশে শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও প্রাণহানি রোধ করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়।

সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফরেন কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে গত দুই সপ্তাহে নজিরবিহীন সহিংসতা এবং মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। সেনাবাহিনী প্রধান একটি ক্রান্তিকালের ঘোষণা করেছেন। এমন অবস্থায় সহিংসতার অবসান, শান্তি পুনরুদ্ধার, পরিস্থিতি শান্ত ও প্রাণহানি রোধে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

বিবৃতিতে বলা হয় বাংলাদেশের জনগণ গত কয়েক সপ্তাহের ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের দাবি করেছে। যুক্তরাজ্যও বাংলাদেশের একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চায়।

এদিকে বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার আশ্রয় প্রার্থনা যুক্তরাজ্য প্রত্যাখ্যান করেছে এমন খবর প্রচার হলেও যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।