চুয়াডাঙ্গায় দেশি অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম মাহফুজকে (মিল্টন) দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। এর আগের দিন বুধবার রাতে তাঁকে দর্শনা পৌর এলাকার মোবারকপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাতে সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্পের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গার আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশহাব আল রাফিদ জানান, সেলিমের বিরুদ্ধে স্বর্ণ ও মাদক পাচার, অবৈধ অস্ত্র ও অগ্নিসংযোগের অভিযোগে একাধিক মামলা আছে। ৫ আগস্ট–পরবর্তী সময়ে তিনি দর্শনায় ত্রাস হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে।
সেলিম মাহফুজ মিল্টনকে ‘শীর্ষ সন্ত্রাসী’ উল্লেখ করে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের সময় সেলিমের কাছ থেকে বিভিন্ন ধরনের ১০টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। ২৭ নভেম্বর ক্যাম্পটির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেলিমকে দর্শনা থেকে গ্রেপ্তার করে। পরবর্তী সময় মোবারকপাড়ায় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে চায়নিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন প্রকার দেশি অস্ত্র উদ্ধার করা হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রমের পর তাঁকে দর্শনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম বাদী হয়ে একটি মামলা করেছেন। দর্শনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীর জানান, এজাহারে সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে দেশি অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।