সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানসহ ১৯ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, তাঁর স্ত্রী নাজমা রহমান এবং তাঁদের দুই ছেলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সেই সঙ্গে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম, তাঁর স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া মাল্টি সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান তারেক ইমাম, তাঁর স্ত্রী ও ছেলে এবং ম্যাক্স ও তমা গ্রুপের পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ও বদলি–বাণিজ্যর মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। নজিবুর রহমান, তাঁর স্ত্রী নাজমা রহমান, তাঁদের দুই ছেলে ফুয়াদ এন এ রহমান ও ফারাবী এন এ রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম, তাঁর স্ত্রী জাহানারা ইয়াসমিন, ছেলে রায়হান আবিদ ও মেয়ে আমেনা আজমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়, আলী আজমের বিরুদ্ধে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

দুদকের তথ্য বলছে, মাল্টি সিকিউরিটিজ লিমিটেডের সিইও হাসান তারেক ইমাম, তাঁর স্ত্রী সিলমাত চিশতি ও মেয়ে পিমা ইমামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

এ ছাড়া ম্যাক্স ও তমা গ্রুপের আতাউর রহমান ভূইয়া, রাসনাত তারিন রহমান, মুকিতুর রহমান, গোলাম মোহাম্মদ ও গোলাম মোহাম্মদের স্ত্রী কানিজ ফাতেমার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, তমা গ্রুপ ও ম্যাক্স গ্রুপের পরিচালকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিম্নমানের নির্মাণসামগ্রী ও বিভিন্ন যন্ত্রপাতি আমদানির নামে ভুয়া এলসি খুলে বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী শফি উদ্দিন ও তাঁর স্ত্রী খাদিজা বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলামের স্ত্রী ইসরাত জাহানের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ ছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামের স্ত্রী লায়লা খানের নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।